আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।
জিপির কারনে মেলাদিন পোস্টাইতে পারি নাই সাথে অসহনীয় লোডসেডিং।
তারপরেও ইচ্ছা ছিলো সময়ের অভাবে পারি নাই। আর সময় যখন পাই তখন পোস্ট দেয়া হয় না। পরিচিত ব্লগারের বড়ই অভাব দেখি লিস্টে তাই আগ্রহ পাই না। পরিচিত চেনা জানা লোক ছাড়া ব্লগের আনন্দ কই?নতুন নানা ব্লগে যাবার জন্য নিমন্ত্রন পাই। সামু বাদে অন্য কোথাও যেতে ও লিখতে অসহ্য লাগে
এই পোস্টটা লিখতেছি এমনিতেই।
এখনও যে আমি ব্লগে বেচে আছি সেইটা জানানোর জন্য। এই আর কি, দিন কাল চলতেছে খারাপ না আবার ভালোও না মোটামুটির উপরে। এই ব্লগটারে খুব মিস করি একটা সময় ছিলো যখন ব্লগে না ঢুকলেই মাটি মনে হইতো এখন ব্লগ ছাড়া পার করি রাশি রাশি সময়। সময় মনে হয় এইভাবেই বদলে যায়। যাই হোক সবাই ভালো থাকেন শুভকামনা সবার জন্য।
কবে যে আরেকটা পোস্ট দিবো সেটা কে জানে
যাবার আগে সায়ান আপুর একটা গান। "নাগরিকের শপথ নামা"গানটা ভীষন প্রিয় আমার!
http://www.youtube.com/watch?v=qi3Y5890OjU
পার্থর খুবই ভালো লাগার একটা পুরানা গান "দেখা হবে বন্ধু"
http://www.youtube.com/watch?v=YDdfm7nc9HM
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।