অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই আজ সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেটের অযৌক্তিক বিলের প্রতিবাদে সবাই একজনের সাথে আরেকজন মিসকল আদান প্রদান করে নেটওয়ার্ক জ্যাম করে দিবো এতে অপারেটরগুলোকে এ ব্যাপারে জানানো যাবে এবং অযৌক্তিক বিলের প্রতিবাদ করা হবে । আপনি আমি সবাই যদি প্রতিবাদ করি এমনিতেই এরা বড় ধাক্কা খাবে : চিন্তা করুন যদি আমরা ২০ হাজার মানুষ ২০ টা করে মিসকল দেই তবে নরমালী ৪ লক্ষ মিসকল তৈরি হয় নেটওয়ার্কে, যেটা বিশাল একটা এ্যাটাক হবে ওদের জন্য ওরা আমাদের নিয়ে ভাবতে বাধ্য হবে এখন দেখুন ২০ টা মিসকল দিতে সবোর্চ্চ ২/৩ মিনিট লাগবে নিজের স্বার্থেও কি এটা করা যায়না ? আরে মিয়া পাগলেওতো নিজের স্বার্থ বুঝে ...:p এখন অধিকাংশ মানুষই মিসকল পেলে কল ব্যাক করে তাই এই্ পদ্ধতি কাজ করার সুযোগ ১০০% ...আপনি সবাইকে দিবেন ১ সেকেন্ডের মিসকল কিন্তু সবাই আপনাকে দিবে ৩০ সেকেন্ডের মিসকল :p এতে বিশাল সময় জুড়ে কল হবে কিন্তু অপারেটর একটা টাকাও পাবেনা বরং নেটওয়ার্ক বিজি হয়ে থাকবে প্লিজ কম করে ২০টা মিস কল হলেও আদান প্রদান করুন এতে আমার আপনারই লাভ হবে । দেশপ্রেমের বুলি না ছেড়ে বরং কাজে নেমে পড়ুন দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।