গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)
মেজাজটা পুরা বিলা হইয়া গ্যালো..........দেখতে বইছিলাম ফ্রন্সের খ্যালা.........সাউথ আফ্রিকার লগে.........। হালায় হুদাই কোন নোটিশ ছাড়াই ফ্রান্সরে দশজনের দল বানাইয়া দিলো..........। শ্যাষ.....ফ্রান্সরে চক্রান্ত কইররা বককাডা কইরা দিলো........। কমেন্টটররাও স্ট্রোক করার দশায় আছিল........ওরাও পুরা কনফিউজড.....কারে দেওয়া হইলো এই লাল কার্ড সেইডা বুঝতেই পুরা ৩-৪ মিনিট লাগলো তাগো.........। বহুত রিপ্লেদেইখ্যাও কেউ বুঝতাছিলনা.......কি উপলক্ষ্যে হ্যারে লাল কার্ড দেওয়া হইলো.......নাকি হলুদ কালার কোন কারনে লাল বর্ন ধারন করছে..............। হেড করার সময় একটু কনুই লাগায় সর্বোচ্চ একখান ফ্রি কিক দেওন যায়.........। ফ্রান্সের লইগ্যা অনেক খারাপ লাগছে.........আসলেই ভালো লোকগো কোন দাম নাই.............এই বিশ্বকাপে ফুটবলটা হাত দিয়া খ্যালাও যায়েজ........আবার এই কারন ছাড়া কার্ড দিয়া দেওনও যায়েজ..........। সব শালাগো আসলে কাঁচা কচুশাক আর কাচকি মাছ গেলানো দরকার........আর স্পিশালি ওই রেফরি শালারে যতক্ষন লড়ে.......ততক্ষন পিডানো উচিৎ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।