জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
আজকে এক সাংবাদিক বনধু থেকে জানতে পারলাম যে এবারের সিসিসি নির্বাচনে জামায়াত-শিবির মনোনীত কাউন্সিলরদের মোট ভোটের পরিমান ছিল ১ লক্ষ ৩০ হাজার ১৩১ ভোট। এটা নির্বাচন কমিশনে জামায়াত-শিবির মনোনীত কাউন্সিলরদের প্রাপ্ত মোট ভোটের হিসাব। উল্লেখ্য এবার জামায়াত ৩৫ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী মনোনয়ন দেয়। সেখান থেকে ২ জন নির্বাচিত হয়।
আর ১২ জন ২য় স্থানে থেকে চমক সৃস্টি করেছে। আমাদের চট্টগ্রামে এটা এখন আলোচিত একটা বিষয়। কারান যুধ্ধাপারাধের বিচার এবং সরকারের চিড়ুনী অভিজানে দলটি কোনঠাসা অবস্থায় ছিল। সেখান থেকে দলটির এমন রেজাল্ট সবাইকে অবাক করে।
সচেতন জনগন বলছেন যুদ্ধাপারাধের বিচার নিয়ে সরকারের টাবাহানার কারনে তরুন প্রজন্মের নতুন ৪ লাখ ভোটার হতাশ হয়ে এবার জামায়াত শিবিরের অপক্ষাকৃত তরুন এবং শিক্ষিত কাউন্সিলরধের ভোট দিয়ে সরকারকে রেড সিগনাল দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।