আমাদের কথা খুঁজে নিন

   

সিসিসি নির্বাচনের তফসিল কাল, সেনা মোতায়েনের সিদ্ধান্ত



চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। নির্বাচনে সীমিত আকারে সেনা মোতায়েনও করা হবে। আজ সোমবার ইসি কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিডিআর ও র‌্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামীকাল দুপুর ১টায় তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনের তিন দিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত অর্থাৎ পাঁচদিন এক ব্যাটালিয়নেরও বেশি সেনা মোতায়েন থাকবে। নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মধ্যে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে সেনাবাহিনীর একটি সেকশন মোতায়েন থাকবে। কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেকশন থাকবে। তিনি আরো বলেন, সিসিসি নির্বাচনের সময় ঢোকার পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হবে। এছাড়া, ওই সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও যানবাহন উচ্ছেদ আরো জোরদার করা হবে।

শামসুল হুদা বলেন, সিসিসি নির্বাচনে অন্তত একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের চিন্তা-ভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে খুলসি ওয়ার্ডে এটি ব্যবহার হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।