গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৭টা থেকে দেড় ঘণ্টার এই বৈঠকে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও সংলাপের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
চার দেশের রাষ্ট্রদূতদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন।
অন্য সদস্যরা হলেন, জার্মানীর রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ও ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার উইলিয়াম হানা।
বৈঠক শেষে হিদার ক্রুডেন বলেন, “আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বলতে চাই- রাজনৈতিক সহিংসতা পরিহার করুন। আমরা সরকার ও বিরোধী দলের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করাকে স্বাগত জানাব।
যাতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত হয়। ”
সংলাপই দেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতামুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১৭ এপ্রিল ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও বাংলদেশে কূটনীতিক কোরের ডিন শাহের মোহাম্মদের নেতৃত্বে ১০ আবর দেশের রাষ্ট্রদূত বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক প্রসঙ্গে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ ও আগামী নির্বাচন বিষয় নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তারা আশা করেছেন, সংলাপের মাধ্যম একটি সমাধানের পথ বেরিয়ে আসতে পারে।
তাদের বক্তব্যের সঙ্গে বিরোধী দলীয় নেতা একমত পোষন করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সংলাপের উদ্যোগ নিলে বিএনপি তাতে সাড়া দেবে বলে রাষ্ট্রদূতদের জানানো হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।