আমাদের কথা খুঁজে নিন

   

কলেজ এর এমপিও ভুক্তির জন্য রেল - রাজ পথ অবরোধ.. লজ্জা ও ঘৃনা

সব পোষ্ট ড্রাফটে

গতকাল সম্ভবতঃ দেখেছিলাম যে চিটাগং নিজামপুরে স্থানীয় একটা কলেজ এর এম পি ও ভুক্তির দাবিতে রাস্তা অবরোধ করেছে শিক্ষক / ছাত্ররা। ভেবেছিলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে দেখি আরো একটা খবর, এবার কসবায় ঢাকা চিটাগং রেললাইন আটকে দিয়েছে আরেক দল। এই শিক্ষক নামের কলণ্ক গুলোকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনাদের সামান্য ব্যাক্তি স্বার্থ উদ্ধার এর জন্য বাংলাদেশের ইকোনমি কে জিম্মি করাক ক্ষমতা কে দিয়েছে? এ ছাড়া, ছাত্রদের এ ভাবে ব্যাবহারের মাধ্যমে তাদের কে কি শিক্ষা দিচ্ছেন? আপনারা তাদেরকে ধংসাত্বক কাজ করার উৎসাহ দিচ্ছেন যেটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। আপনারা শিক্ষক হবার যোগ্য নন.. এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

লেলিন ১৯১৯(সম্ভবতঃ) সালে রাশিয়ায় শ্রমিক দের উপর গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন, কারন রেল শ্রমিক রা দুর্ভিক্ষ পীড়িত অন্চলে খাবার পরিবহনে বাধার সৃষ্টি করছিলো। এই কলেজ সমুহের শিক্ষক/উদ্যোক্তাদের ব্যপারে সে রকম কঠোর ব্যব্স্থা নেয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। Click This Link কসবায় কলেজ এমপিওভুক্তির দাবি ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২০-০৬-২০১০ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজ এমপিওভুক্তির দাবিতে আজ রোববার সকাল নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করা হয়েছে। ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিক্ষুব্ধ লোকজন উপজেলার মন্দভাগ রেলস্টেশনে রেললাইন অবরোধ করে। অবরোধকারীরা সকাল নয়টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লোকাল ট্রেন মন্দভাগ রেলস্টেশনে আটকে দেয়।

এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। বায়েক আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান সাংসদ মোহাম্মদ শাহ আলম। কলেজ থেকে এ পর্যন্ত নয়টি ব্যাচ পরীক্ষায় অংশ নিয়ে গড়ে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। এ বছরও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ভালো ফলাফল করেছে। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করা হয়।

কিন্তু তার পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এলাকার লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে রেললাইন অবরোধ করেছে। কসবা রেলস্টেশনের মাস্টার ডি কে বড়ুয়া জানান, মন্দভাগ রেলস্টেশনে ভৈরবগামী লোকাল ট্রেন আটকে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে আন্তনগর ট্রেন সুবর্ণ, মহানগর প্রভাতীসহ এই রেললাইনে চলাচলকারী সব ট্রেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.