No Excuse No Comments.
আমি মনে করি মেয়েদের প্রতি দুর্বল নয় এই রকম পুরুষ মানুষ খোঁজে পাওয়া যাবে। সবাই যেহেতু একটি বিষয়ে এতটুকু জানি যে, একজন মেয়ে/কন্যা/ মহিলা সবাই সবার কোন না কোন ভাবে সম্পৃক্ত । আর যেখানে একঝাক যুবতী মেয়েদের দেখা যায় সেখানে এযুগের ছেলেরা একটু বেশিই ঘুরাফেরা করে। তাহলে কেন একটি প্রতিষ্ঠান কে একক ভাবে দায়ি করি আমরা। ইডেন মহিলা কলেজ সম্পর্কে মাঝে মাঝেই প্রত্রিকাতে বিভিন্ন আপত্তিকর মূলক খবর প্রকাশিত হয়।
আমার একটি প্রশ্ন মেয়েদের এই সব আপত্তিকর কর্মকান্ডের জন্য কি শুধু মেয়েরাই দায়ী? কিছুদিন আগের ঘটনা কি? বর্তমান সরকারের সুশৃঙ্খল ছাত্রীবাহিনী কিছু নিরিহ ছাত্রীদের দিয়ে বিভিন্ন এম.পি, মন্ত্রী দের মনের খুরাখ মেটাই । সেখানে যেতে না চাইলে হল থেকে অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়। এখন বলুন । যে সব মেয়েরা যাদের চাহিদা মেটাতে গিয়ে সাধারন মানুষের চোখে খারাপ হচ্ছে তাদের এই কর্মকান্ডের পেছনে তাদের কি কোনই অপরাধ নেই? আশা করি পাঠক বৃন্দ বিষয়টি দেখবেন। আমরা একক ভাবে কাউকে দোষী করার আগে, পেছনে ভেবে করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।