http://mdtarik.blogspot.com/ আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি...
তখন অনেক ছোট আমি... আমাদের বাসা ছিল বরিশালে... তাই বাসে করে কোথাও যাওয়া মানেই "বরিশাল ক্যাডেট কলেজ" নামের একটা "ভ্যাটিকান সিটি"'র সামনে দিয়ে যাওয়া। "ভ্যাটিকান সিটি" নামের কারনটা পরে পরিস্কার হয়ে যাবে। সেই ছোট্টবেলা থেকেই বাবা বলতেন, এই যে আমরা ক্যাডেট কলেজের সামনে দিয়ে যাচ্ছি; ভালভাবে পড়াশুনা করলে এখানে পড়ার সুযোগ পাবে... । তখন থেকেই ক্যাডেট কলেজটা ছিলো একটা স্বপ্ন। একদিন সেই স্বপ্ন পূরন হল ...
ইদানিং পত্রিকায় ক্যাডেট কলেজ নিয়ে অনেক positive এবং negative লেখালেখি হচ্ছে।
আসলে ক্যাডেট কলেজ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ততটা clear নয়। অনেকেই মনে করেন, ক্যাডেট কলেজ মানেই "বদ্ধ কারাগার" , আবার অনেকে ভাবেন সন্তানকে ক্যাডেট কলেজে দিতে পারলেই "সব" হয়ে গেল... ইত্যাদি। তবে যাদের সন্তানরা ভর্তি পরীক্ষায় চান্স পায় না, তারা আবার অনেকেই হয়ে ওঠে চরম "ক্যাডেট কলেজ বিদ্বেষী। " কিন্তু সত্যিকার অর্থে ক্যাডেট কলেজটাকে জানেন না অনেকেই। ক্যাডেট কলেজ মানে কি শুধুই PT, Parade? অথবা শু্ধুই ভাল result?
ক্যাডেট কলেজের স্পর্শে অনেক সাধারণ শিশুই যেমন হয়ে ওঠে অসাধারণ কেউ; তেমনি ক্যাডেট কলেজ সম্পর্কে বাবা-মায়ের ভুল ধারনার কারনে অনেক শিশুর প্রতিভাই নষ্ঠ হয়ে যায়, যদিও সেই সংখ্যা খুবই সামান্য।
আমার এই পোস্টের লক্ষ্য থাকবে, আমাদের ব্যাতিক্রমি জীবন যাপনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া এবং বাবা-মায়েদের ক্যাডেট কলেজ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারনা দেয়া যাতে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন, আপনার সন্তান ক্যাডেট কলেজের জন্যে উপযুক্ত কি না?
আমি আমার এই ধারাবাহিক পোস্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের "ক্যাডেট কলেজ"কে। আলোচনা করতে চেষ্টা করব প্রতিটি জিনিসের ভাল এবং মন্দ দিকগুলো। তবে এই পোস্টটা আমি লিখব অনেকটা স্মৃতিকথা এবং আলোচনা আকারে। আশা করি, আপনারাও সবাই আলোচনায় অংশ নেবেন এবং অনেকে অনেক বিভ্রান্তি কেটে যাবে। তো শুরু করছি আমার ধারাবাহিক পোস্ট:
"বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল-৮২১৬"
উল্লেখ্য "তারিক-১১৮২, শ.উ.হা. বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল-৮২১৬"- এটা ছিলো আমার মা-বাবার সবচেয়ে প্রিয় ঠিকানা, যে ঠিকানায় মা চিঠি লিখতেন, আর যে ঠিকানা থেকে চিঠি আসার অপেক্ষায় থাকতেন আমার বাবা।
------পরের পর্বগুলি------
পর্ব-০১
পর্ব-০২
পর্ব -০৩
পর্ব -০৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।