আমাদের কথা খুঁজে নিন

   

ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
ডিয়ার বিস ভাইয়া, এমনিতেই বিরাট কষ্টে আছি। সাকিব ভাই বিয়ে করলেন কিন্তু দাওয়াত দিলেন না। তার পর আরও কষ্ট পেলাম যখন রস ক্যাপশন ৫৩-এর বিজয়ী হয়েও পুরস্কারটা আজও হাতে পেলাম না। কষ্টে কষ্টে আমি আজ বিরাট কষ্টিত।
সুমাইয়া সাদিক
কলেজ রোড, জামালপুর।


 তোমার কষ্টে আমরাও কষ্টিত। তবুও তোমার কষ্ট আরেকটু বাড়িয়ে দিতে বলছি, বউ-সংসার নিয়ে সাকিব ভাই অতি সুখে দিন কাটাচ্ছেন। আর তোমার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আর কী? পুরস্কারটা তোমার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করব। তবে এটুকু ঠিকানায় পুরস্কার যাবে বলে আমার মনে হয় না। পুরো ঠিকানা পাঠাও।



বিস ভাইয়া, আপনার কাছে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করা হয়। কিন্তু বেশির ভাগ প্রশ্নের জবাবই আপনি ঠিকমতো দিতে পারেন না। এটা আপনার অনীহা ধরব, না অযোগ্যতা ধরব?
আফরিন জাহান হক
ছোট বনগ্রাম, রাজশাহী
 কী বলেন! উত্তর দিতে আমার অনীহা থাকবে!! এটাও কি সম্ভব! অনীহা থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে তো কিছু জানা থাকতে হবে, তাই না? কোনো কিছু না জানার পরও দিনের পর দিন কত মানুষ আমাকে প্রশ্ন করে। সবাই জানতে চায়, আমি আসলে কতটুকু জানি না! বিষয়টা অবশ্যই আমার অযোগ্যতা, এটাই বোঝাতে চাইছি।



কণা আগেই বলেছিল, রঞ্জিত লেখাটা পাঠাস না। বিস লোকটা ভালো না। ওর নজর খুব খারাপ, শুধু মেয়েদের লেখাই ছাপে। তোর লেখা ছাপবে না। এবার বিস ভাইয়া আপনার পালা, নিজেকে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাইলে লেখাটা অবশ্যই ছেপে দিন।


রঞ্জিত চন্দ্র সূত্রধর
কালিহাতী টাঙ্গাইল
 এই চিঠিও ছাপার কোনো ইচ্ছে আমার ছিল না। রঞ্জিত, আপনার কপাল ভালো বলতে হয়। শুধু কণা নামের একটা মেয়ে এই চিঠির পেছনে ছিল বলে ছেপে দিয়েছি। আচ্ছা, কণা, আপনি নিজে কেন চিঠি লেখেন না? আপনার লেখা তো খুব সুন্দর। নিয়মিত বেশি বেশি করে লেখা পাঠান।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।