মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস ভাইয়া, কেমন আছেন? এই দুর্মূল্যের বাজারে আমি সুন্দর একখানা খাম, উন্নত মানের এক টুকরা কাগজ, উন্নত কলমের একটুখানি কালি, অনেকটা পরিশ্রম আর ৭০০ পয়সার ডাকটিকিট খরচ করিলাম শুধু আপনি কেমন আছেন, তাহা জানিবার জন্য। আপনার জন্য আমার কত টান দেখিয়াছেন? এখনকার জমানায় কে কাহার খোঁজখবর রাখে বলেন?
আনাতার খায়ের
উকিলপাড়া, চরশোলাকিয়া, কিশোরগঞ্জ
ঠিক ঠিক, এখনকার জামানায় কেউ কারও খোঁজখবর রাখে না। সেখানে আপনি ৭০০ পয়সা খরচ করে, এত পরিশ্রম করে আমার খোঁজখবর না নিলে বুঝতামই না আপনি আমার খোঁজখবর নিয়েছেন!
ভাইয়া, আমাদের রাজনীতিবিদেরা পারলে আমরা কেন পারব না? এখন থেকে রস+আলোতে লেখা ছাপা না হলে সব রাগ-ক্রোধ গাড়ির ওপর চালাব। গাড়ি ভাঙব, গাড়িতে আগুন দিব, অবরোধ করব। এর দায়ভার আপনাকেই নিতে হবে।
দেখি, লেখা না ছাপিয়ে কোথায় যান! (এবার ঠেলা সামলান)।
মো. নাজিম
বেগমগঞ্জ, নোয়াখালী
আপনারা পারবেন না। কারণ, আপনারা রাজনীতিবিদ নন। রাজনীতিবিদ হওয়ার যতগুলো বৈশিষ্ট্য লাগে, আপনাদের তার একটিও নেই। আপনাদের বিবেক বলে একটা জিনিস আছে।
আপনারা ক্ষমতার জন্য উন্মাদ হতে পারেন না। আপনাদের মন বলে একটা জিনিস আছে। আপনারা পিটিয়ে-কুপিয়ে মানুষ মারতে পারবেন না। এবার ঠ্যালা সামলান, দেখি লেখা না ছাপালেও কী করেন!
বিস ভাইয়া, মানুষ মরে গেলে তাকে ভুলে যায় জানতাম। কিন্তু আপনি আমাকে ভুলে গেলেন কী করে? আমি তো এখনো মরিনি! তার পরও আমাকে এভাবে ভুলে গেলেন?
সুলতানা আনজুমান
বেগম খালেদা জিয়া ছাত্রী হোস্টেল, কিশোরগঞ্জ
‘চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়’ বলে একটা কথা আছে।
সব সময় আমার চোখে চোখে থাকেন, ভুলে যাওয়ার পরিবর্তে উল্টো চেষ্টা করব তখন!।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।