আমাদের কথা খুঁজে নিন

   

ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস ভাইয়া, সাবধান, আর কিছুদিন পর কিন্তু নির্বাচন! আপনাকে হাজার চিঠি পাঠিয়েও কোনো উত্তর পাচ্ছি না। নির্বাচনের মৌসুমে আপনাকেও সাইজ করে ফেলব বললাম। এটা আগাম সাবধানবাণী। পরে আমাকে দোষ দিয়ে লাভ হবে না।
বায়েজীদ, শাহজালাল হল, বাকৃবি, ময়মনসিংহ

 জিডি করে রাখলাম।

নির্বাচনের সময় এই রকম ‘সাইজ’ হতে কত দেখেছি! কোনোটাই আমার কিছু করতে পারেনি। সুতরাং ‘সাইজের’ ভয় দেখিয়ে লাভ নেই। ‘সাইজের’ ভয় দেখিয়ে চিঠি ছাপাতে পারবেন না। যাই হোক, তার পরও এমনিতেই ছেপে দিলাম।

কী খবর বিস ভাইয়া? কেমন আছেন? ভণিতা বাদ দিয়ে আসল কথায় আসি।

আমার টাকাটা কবে ফেরত দিচ্ছেন? মানলাম খুব বেশি টাকা ধার নেননি। কিন্তু তাই বলে আর কত দিন? দেব দিচ্ছি বলে তো অনেক দিন ঘোরালেন। আর তো পারছি না। আমার হাত একেবারে খালি। শেষবারের মতো জানতে চাইছি, আমার দুই টাকা কবে দিচ্ছেন?
মাজহারুল আনাম, অশোকতলা রেলগেট, কুমিল্লা

 কী বলব ভাই, বুঝতেই তো পারছেন...! আমিও চেষ্টার কম করছি না।

আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি আপনার টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনার স্বাক্ষর করা সেই দুই টাকার নোট যে কাকে দিয়েছি, মনে নেই। এখনো সেই দুই টাকার নোটটা খুঁজে ফিরছি। পেলে অবশ্যই পাঠিয়ে দেব।

বিস ভাইয়া, আশা করি কুশলেই আছেন।

নিরুপায় হয়ে আপনার দ্বারস্থ হলাম। গত চার বছরে রস+আলোতে আমার একটা লেখাও ছাপা হয়নি। আমি তো আপনাদের বিরুদ্ধে কোনো কিছু লিখিনি। তার পরও আমার লেখা যে কেন ছাপা হচ্ছে না বুঝতে পারছি না! আমাকে একটু বুদ্ধি দেবেন, কী করলে লেখা ছাপা হবে?
সুমাইয়া তাহসান, বিয়ানীবাজার, সিলেট

 আপনি চার বছর ধৈর্যও ধরেছেন! আপনার ভাই ধৈর্য আছে। সামান্য একটা রস+আলোতে লেখা ছাপানোর জন্য চার বছর উৎসর্গ করে দিলেন! এই চার বছর কাজে লাগালে জীবনে কত কিছু করতে পারতেন! যাই হোক, ছেপে দিয়েছি।

এবার অন্যকিছু করার দিকে মন দিন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।