যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
তোমার ছেড়ে যাওয়া দীর্ঘনিশ্বাস পড়ে ফেলতে পেরেছি
মাস্কের মধ্যে স্বাভাবিক-বাঁচার পারদ উঠছে
রিবনে অসুস্থ প্রেসক্রিপশন আর বিকেলের হদ্দ
পাশ ফিরিয়ে দিচ্ছে রাত্রির আলেখ্য
ছিটেফোটা সবুজ বৃক্ষের দর্শন, অজস্র প্রেমের সন্ন্যাসী-
সব কিছুর উপরেই স্থায়ী চিহ্ন বিরচিত একাঙ্কিকা রেখে যাচ্ছো!
এবার যখন বৈশাখ থেকে ক্ষুদ্র আয়োজনে বৃষ্টি হচ্ছিলো
তার ভেতরে ভুলে ছিলো প্রখর কিছু রোদ্রনামা
তাপাদ্রিত আখড়ায় থরে থরে এখনও ছলকানো প্রস্রবন
তবে এসবে ভুলছি না পরিশুদ্ধ হবার দৈব উচ্চারণ ভেবে
যেখানে যখনই পড়ুক আছড়ে বৈকল্যের নাটাই
আমার ভেতরেই জন্মেছে তোমার ইচ্ছেঘুড়ি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।