আমাদের কথা খুঁজে নিন

   

বৈকল্যের হাতে সংশয়ের ক্র্যাচ


আমি এক জ্বর আক্রান্ত কবি বালিশের স্বপ্নের ভিতরে সুরক্ষিত ঔষধের বাক্সে যথেষ্ট জ্বর উপশমকারী ট্যাবলেট থাকলেও; আমি খাই না তোমাদের মত মুঠো মুঠো পুরে জন্মের গ্লানি। যেতে কি পারতাম!? এই অবেলায় মস্তিস্ক ও ফুসফুসে স্যাভলন আর তুলোর গন্ধ নিয়ে অবলীলায়। নাকি, দিগন্ত কারাগারে আমি দাগী চির কয়েদী সমুদ্রে তোমাদের খাদ্য জাহাজের মিনারে আমি পতপত(মৃদু সমুদ্র বাতাসে) করে উড়তে থাকা আন্তর্জাতিক শ্বেত-কপোত? আমাদের পোতাশ্রয় কবে কোথায় যে হয়েছে নিখোঁজ-পাবো কি তা হৃদয় সমুদ্রের সবটুকু ফুরিয়ে গেলে নাবিকের মত তৃষ্ণা নিয়ে, একদিন মরুতে?? সৌন্দর্যের ডাঁশপোকারা শূড় দিয়ে তুলে নেয় চোখ ও পাঁজর থেকে গলিত শিশুর লাশ ও কৌমার্য ডাঁশপোকারা একালের কুৎসিত দেবতা-দেবীরা বুঝে নেয় তাদের সবটুকু প্রাপ্তি তবে আমিও কি তাই নিঃস্ব? তবে কি আমি তাই? পম্পেই এর লাভার বিস্মরিত হলুদ নদীর তীক্ষ্ণ উত্তাপে, স্রোতের সঙ্গীতে যেতে যেতে আমি গভীর সমুদ্রের এ্যামাইনো এসিডের সংশায়চ্ছন্ন প্রাণের বিরূপ অস্তিত্বে তবে কি আমি এখন বিদ্যমান!?। ******এই কবিতাটা "মাঠশালা" নামক একটা লিটল ম্যাগাজিনের ১ম সংখায় ২০০৩ সালে প্রকাশিত হয়, হঠাৎ পুরোন পত্রিকা উল্টাতে গিয়ে চোখে পড়লো আর কেমন কেমন যেন লাগল তাই শেয়ার করলাম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।