আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম নির্বাচনের ফলাফল দেশবাসীকে যেসকল দৃশ্য থেকে বঞ্চিত করেছে।

আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X
আমাদের দেশে এক দল ক্ষমতায় থাকতে অনুষ্ঠিত তুলনামূলক ছোট নির্বাচনগুলোতে অন্য দলের প্রার্থী বিজয়ী হওয়ার ঘটনা খুবই বিরল। এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ঘটে যাওয়া ঘটনাকে তাই ব্যতিক্রমই বলা চলে। এই ঘটনা চিরাচরিত অনেক চিত্রই বদলে দিয়েছে। আসুন দেখা যাক ব্যতিক্রমী এই ঘটনা আমাদের দেখা চিরাচরিত কি কি ঘটনা দেখা থেকে বঞ্চিত করল। >> হেরে যাওয়া দল মনে হয় এই প্রথম নির্বাচনে কারচুপির অভিযোগ করতে পারে নি।

কেননা হেরে যাওয়া দলই যে ক্ষমতায়! আমরা অত্যন্ত পরিচিত একটা দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছি। >> নিজেদের প্রার্থী জিতে যাওয়ায় বিরোধী দল ইচ্ছা থাকা সত্ত্বেও হরতাল আহ্বান করতে পারছে না। তাই আমরা একটি হরতাল এবং সেই সাথে পুলিশের সাথে বিরোধী দলের দৌড়াদৌড়ি এবং বেশ কিছু ভাঙচুর দেখা থেকে বঞ্চিত হলাম। >> বিরোধী দল এই নির্বাচনে হেরে গেলে তারা এ নির্বাচনকে ইস্যু বানিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়ে গণজাগরণ তৈরি করতে পারত। কিন্তু নির্বাচনে জিতে যাওয়ায় তারা তা করতে পারছে না।

>> বিশাল ফাপরে পড়েছেন আমাদের হেরে যাওয়া প্রার্থী। একে তো নিজের দল ক্ষমতায়, চাইলেও কারচুপির অভিযোগ করা যাচ্ছে না তারপরে আবার নিজের দল ক্ষমতার বলে কোন আন্দোলনের ডাক দেওয়াও সম্ভব না। >> সরকারী দল পড়েছে আর এক বিশাল ফাপরে। একে তো নিজেদের প্রার্থী জেতে নি, দুঃখে জেরবার অবস্থা, তারপরেও তাদের হাসি হাসি মুখে ভাব দেখাতে হচ্ছে, দেখেছেন আমাদের সময় নির্বাচন কত নিরপেক্ষ হয়? আমাদের নিজেদের প্রার্থীই জিততে পারে না। >> দেশে এখন সংবাদপত্রের অভাব নেই।

এসব সংবাদপত্রের ওজন আর কলেবরে অনেক ভারী আর বড় হলেও সে তুলনায় এত খবরের বড়ই অভাব। খবরের এমন হাহাকারের দিনেও তাদের শুধু এই নির্বাচনের ফলোআপ স্টোরি করেই থেমে যেতে হবে। অন্যান্য নির্বাচনের মত বিজিত দলের আহাজারি, কিংবা বিজিত দলের করা সহিংসতার ছবি দিয়ে পত্রিকার পাতা ভরে তুলতে পারবে না। >> সংবাদপত্রের মত দেশে এখন টিভি চ্যানেলেরও জোয়ার চলছে। এসব চ্যানেল পান থেকে চুন খসলেই বড় বড় লাইনে ব্রেকিং নিউজ দেখায়।

কিন্তু এই নির্বাচনের ফলাফল তাদের সে সুযোগ দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং নির্বাচন কমিশনের উচিত আমাদের দেখা চিরাচরিত দৃশ্যগুলো ফিরিয়ে আনার জন্য এই নির্বাচন আবার অনুষ্ঠানের আয়োজন করা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.