আমি সময় এর প্রয়োজনে নিজেকে বদলে নিতে জানি,আবার আমার চার পাশের সবকিছু বদলে দিতেও জানি।
তুমি হিমালয় পুত্র.....আমি সমুদ্র কন্যা,
তোমার হিমালয় যত উঁচু আমার সমুদ্র তত গভীর।
তোমার হিমালয়কে পরাজিত করতে কত মানুষ প্রস্তুত,
কিন্তু হারাতে গিয়ে নিজেরাই ক্লান্ত হয়ে ফেরে।
কিন্তু আমার সমুদ্র তার কাছে আসা মাত্র তোমার পা দুটি স্পর্শ করে,
তুমি ক্লান্ত হয়ে কাছে আসলে ঢেউ এর তালে তোমার সব ক্লান্তি মুছে দেয়।
তাই বলে আমার সমুদ্রকে ছোট ভেবো না,
আমার সমুদ্র যেমন পা ভিজিয়ে দিতে জানে ঠিক তেমনি
জলোচ্ছ্বাস হয়ে সবকিছু ভাসিয়ে নিতেও জানে।
তোমার হিমালয় কে উঁচু ভেবে তাই ভুল করো না,
আমার সমুদ্রের গভীরতার কাছে তা খুবই নগন্য।
তাই এসো,তোমার উঁচু হিমালয় আর আমার গভীর সমুদ্রের মধ্যে একটা ভালবাসার বন্ধন গড়ি,গভীরতা আর উচ্চতার মিলনে মহৎ কিছু করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।