আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী বাংলা

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সবুজ ধানের ক্ষেত নেই যেন এর শেষ মটরশুটি আর সরিষা ক্ষেতের বুকে বাউড়ি বাতাস হুটোপুটি খায় নিত্য মনের সুখে। বন বিথীকা জড়িয়ে থাকে এই তো আমার দেশ আমার সবুজ বাংলাদেশ নেই যেন এর শেষ। হিজল তমাল গাছের ছায়ায় শিশির ভেজা ঘাসের মায়ায় শিউলী ফোটা সকালে মিষ্টি কোন বিকেলে রূপ ঝলমল কিষাণ বধূর রূপ জড়িয়ে থাকে এই তো আমার দেশ আমার সবুজ বাংলাদেশ নেই যেন এর শেষ। জল টলমল পুকুরে নিবিড় কোন দুপুরে বাঁশ ঝাড়ের ছায়ার ফাঁকে রাখাল বালকের ঠোঁটে মেঘ-মল্লার আর ভটিয়ালীর সুর জড়িয়ে থাকে এই তো আমার দেশ আমার সবুজ বাংলাদেশ নেই যেন এর শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।