আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী বাংলাদেশ

jante chai onek kichu

জন্মভূমির সন্তান মোরা অজস্র নর-নারী। অতি আদরে,মায়া মমতায়, ফুল ফসলে,গাছের ছায়ায়, সবুজে শ্যামলে,লতায় পাতায় রেখেছে জড়ায়ে ধরি, যতদিন তব চলে যাবে হায় মোদের জীবন তরী। নদী বয়ে যায় শীতল ধারায়, চাঁদ কথা কয় রাতের বেলায়, পাখ-পাখালি গান গেয়ে যায় মনের মাধুরীতে, যেন আকাশ ভরা তারকারাও গায় যে তাদের সাথে। স্নিগ্ধ যখন ঝর্ণা ধারা, মন হয়ে যায় পাগল পারা, রূপ মোহনায় হই যে মোরা ছোট্ট রঙ্গীন ভেলা, ক্ষণে ক্ষণে রূপ দেখে তাই হই যে উতলা। ষড়ঋতু মোদের দেশে, নানান বেশে,নব পরশে, সাজিয়ে দিয়ে যায় যে হেসে মোদের সোনার দেশ, ভালবেসে যাবই মোরা মোদের বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।