আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী

কবিতা

বাঘেদের ক্লান্ত করো, ঘুম পারাও আর জীবিত থাকো সমর প্রতিভায়। মাঠে ময়দানে এতোসব কফিন - দালানের শিল্প তবু এই মাংসফুল ফুটে ওঠে প্রতি জনবাসে। আর যেদিন তুমি বনবাসে যাও ছড়িয়ে পড়ে ভাতৃহিংসা --ধানকল নদীঘাটে। আঙুলে আঙুলে দেশবদলের চিহ্ন ভাবি পথে পথে আজো পিপাসার ইচ্ছা- আজো সুধী পার্ক, হলুদ খামারে নীড়হারাদের কাপড়ে ফুলে ওঠে লালসা, স্তন ধারার বাসনা । জ্বালিয়ে এসেছো ঘোড়াকাঠ - হননের কৌশল তাই ঘুরে ঘুরে আসে হরণের তাপ লোকালয়ে ঝোপজঙ্গলে তোমাকে খুঁজে এ-দেশ বন্ধুবিচ্ছিন্ন রূপসীর বাসে আমিও তোমাকে চাই বন্ধুমাঠ -গাছের বল্কলে। ১৫/১২/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।