হরতাল অর্থনীতির জন্য, দেশের অগ্রগতির জন্য খারাপ। একদিন হরতাল হলে দেশের বিপুল পরিমান ক্ষতি হয়। তাছাড়া বিদেশী বিনিয়োগকারীরাও বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে। আসলে হরতাল দেশের কোন উপকারেই আসে না। তবুও কিছু একটা যুক্তি হয়তো দেয়া চলে যদি দেশের বৃহত্তর স্বার্থ যুক্ত থাকে।
কিন্তু অপ্রয়োজনে হরতাল দেয়া খুবই নিন্দনীয়।
হরতালের দিন পুলিশকে ব্যস্ত থাকতে হয় রাজপথে। ফলে পুলিশ তার স্বাভাবিক রুটিন ওয়ার্ক করতে পারে না।
কিন্তু কিছু দুষ্ট রাজনীতিবিদ দেশে অপ্রয়োজনে কথায় কথায় হরতালের ডাক দেয়। অথচ তারা নির্বাচিত জনপ্রতিনিধি।
তারা সংসদে যেয়ে কথা বলে না। কিন্তু সংসদের বাইরে তারা হরতাল দিয়ে দেশকে অচল করে দিতে চায়।
তাই দেশের মঙ্গলের কথা চিন্তা করে আসুন আমরা হরতালের বিপক্ষে অবস্থান নিই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।