দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন।
দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আবেদনটির উপর সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
তারা শুনানিতে বলেন, প্রকাশক হিসেবে হাসমত আলী পদত্যাগ করার কারণে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে ও কারণ দর্শানোর নোটিস দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমার দেশের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
তারা বলেন, বেআইনিভাবে ও অসৎ উদ্ধেশ্যে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে। হাইকোর্ট এসব বিবেচনায় এনে প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে।
তারা আরো বলেন, হাইকোর্টের আদেশের পর পত্রিকাটি প্রকাশ করা হয়েছে, তাই এখন হাইকোর্টের আদেশ স্থগিতের কোনো সুযোগ নেই।
গত ১০ জুন হাইকোর্ট আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে।
সূত্র: বিডিনিউজ২৪ডট কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।