আমাদের কথা খুঁজে নিন

   

কমরেড অনঙ্গ সেন : মানবমুক্তি সংগ্রামের অগ্রপথিক_চৌধুরী সুধীরথ

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

১৪ নভেম্বর, ১৯৯৭। ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশস্থ ভারতের হাই কমিশনার দেব মুখার্জী চট্টগ্রামের খুলশীস্থ হাই কমিশনার অফিসে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ১৮ জন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামীদের যথাযোগ্য মর্যাদা সহকারে ভারত সরকারের রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ কমরেড অনঙ্গ সেনও এর মধ্যে অন্যতম। একটি সুদৃশ্য পুষ্পস্তবক, একটি লাল রং-এর মূল্যবান কাশ্মীরী শাল এবং মওলানা আবুল কালাম আজাদের ‘ভারত স্বাধীন হল’ বইটি উপহার পান অনঙ্গ সেন সে সময়। পুরস্কার বিতরণের সময় মহামান্য হাই কমিশনার বলেছিলেন, ‘বিপ্লবী অনঙ্গ সেন ১৯৩০ সালের ১৭ এপ্রিল, অন্যান্য কংগ্রসে নেতৃবৃন্দসহ ব্রিটিশের ‘লবণ আইন’ অমান্য করে কুমিরার সমুদ্রতীরে লবণ তৈরি করেন এবং লবণ গ্রামবাসীদের নিকট বিক্রি করেন; তদুপরি ১৯৩৪ সালে পশ্চিম বঙ্গে হিজলী ক্যাম্পে ব্রিটিশ কর্তৃক আটক থাকা অবস্থায় নিগৃহীত হয়েছিলেন। অত্যন্ত বিনীত স্বরে তিনি বলেন, এই সামান্য পুরস্কার তাঁর মহৎ গুণাবলীর ফলশ্রুতি। ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতহাসে এ বিপ্লবীর অবদান স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। http://www.biplobiderkotha.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।