একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
গল্পের ভেতরেও যে একটা গল্প থাকে
পোড়া ভিটায় যেমন ভূস্বামীর দীর্ঘশ্বাস
বুঝার আগেই সুশুদ্ধ বাতাসের
দেয়াল ভেঙ্গে একটা কটূ বাতাসে
দখল নিলো ঘর,
সাজানো নির্মল মনে কি ছিলো
না জেনেই কেউ কেউ হয়ে যায় পর ।
অতিশীপর বৃদ্ধের ছানিপড়া চোখ
দূর্বল অতীত কাহনে, নিজের বাহন খুঁজে
মরা চোখ বুজে,
কোনদিকে না তাকিয়েও আমি
কায়ক্লেশে দেখতে পাই
সুন্দরের সাথে অসুন্দরের গালগল্প
সত্য অভিসন্ধি ঝেটিয়ে বিদায় করে
অসত্যের আবেগী দেয়াল ।
মাঝখানে উঠে বসে ক্রোধ আর
বোধের হেয়ালী দেয়াল ।
চেয়ে দেখা ছাড়া ভিন্ন পথ নেই
তাকাতে লজ্জা পাই, তাই-
গল্পের হাতখানি কবিতা কোমল
আমার অস্থিত্ব কোনখানে নাই ।
লিখন
ডিসেম্বর-১৫.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।