মোটা হবার ঝক্কি বলে শেষ করার নয় । ছোটো বেলায় একটু মোটা হলেই প্রথম প্রশ্ন কোন দোকানের চাল খাওয়া হয়? অথবা একটু কাছে ডেকে পেটের চামড়ার ভাঁজ টেনে বলবে বেশ নরম তো ।
একটু বড় হলেই বন্ধুদের অবহেলা । হাতি বলে খেপানো ... খাবার নিয়ে খোঁটা। পারিবারিক পরিমন্ডল থেকে শুরু করে সবখানেই লাঞ্চনা ।
কর্মজীবনে গেলে ... চেয়ারে একটু দেইখ্যা বইসেন দাদা , ভাইঙ্গা যাইবো ...
ইস মোটা হবার অসুবিধা আর অসুবিধা । বাসে চড়তে যাবেন.. সেখানে আপনাকে বলবে দাদা পরে আসুন.... দাদা সরে বসুন ...
........সম্প্রতি মোটাদের নিগৃহিত হবার ঘটনা ঘটেছে আমেরিকাতেও । ডোমেনিকান রিপাবলিকের একটি বিমান শারিরিকভাবে স্থুল এক মহিলাকে বহন করতে অস্বিকৃতি জানিয়েছে ।
(যদিও আমি মোটা নই তবুও সকল স্বাস্থ্যবানদের জন্য সমবেদনা) ।
মানুষ শারীরিকভাবে যেমনই হোকনা কেনো আমরা তার প্রতি অবহেলা না করে যেনো শ্রদ্ধা করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।