আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে মোটা নারী

ব্রিটিশ নাগরিক পাওলিনের বয়স মাত্র ৪৭ বছর। এরই মধ্যে সে এত মোটা হয়েছে যে, বিশ্বের সবচেয়ে মোটা নারী নির্বাচিত হয়েছেন। তিন বছর আগে সাবেক স্বামী অ্যালেক্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার একাকী জীবনের একমাত্র সঙ্গী হয় খাওয়া। এ ক’বছরে ১২৭ (২০ স্টোন) কেজি ওজন বাড়িয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিজের নামটি তোলেন তিনি। বর্তমানে তার ওজন ৩৩০ কেজি (৫২ স্টোন)।

অ্যালেক্সকে বিয়ে করার সময়ই তার ওজন ছিল ২০৩ কেজি (৩২ স্টোন)। দ্য সান। পাওলিন জানান, অতিরিক্ত মোটা হওয়ার কারণে এখন নিজের কোনো কাজই তিনি করতে পারেন না। তার ১৯ বছর বয়স্ক ছেলে ডিলন, মায়ের খাওয়া-গোসল সবই করায়। এর আগে তার সাবেক স্বামী অ্যালেক্স এসব কাজ করতেন।

অতিরিক্ত মোটা হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন। অ্যালেক্সের সঙ্গে প্রেমের ঘটনা জানাতে গিয়ে পাওলিন বলেন, ২০০৪ সালে ওর একটি মেইল ভুল করে আমার মেইল বক্সে চলে আসে। পরে আমি তার জবাব দেই। এভাবেই এক সময় দু’জনার মধ্যে খুব ভালো বোঝাপড়া তৈরি হয়। একদিন অ্যালেক্স আমার ছবি দেখতে চায়।

আমি তাকে আমার অতিরিক্ত ওজনের কথা জানাই। তারপর আমার ছবি মেইল করে কম্পিউটার বন্ধ করে দেই। ও কোনো নেতিবাচক উত্তর দেবে-এ আশঙ্কায় আমি তিন ঘণ্টা পর মেইল বক্স খুলে দেখি অ্যালেক্স জানিয়েছে, আমাকে তার খুব ভালো লেগেছে। আর আমার সঙ্গে তার ভালো বোঝাপড়াটাই মূলত আসল বিষয়। এর এক বছর পর ২০০৫ সালে আমরা বিয়ে করি।

বিবাহিত জীবনে আমরা খুবই সুখী ছিলাম। বিয়ের তিন বছর পর ওর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায়। এতে আমি খুব ভেঙে পড়ি। এ সময় একাকিত্ব কাটাতে খেতে শুরু করি। ফলে এখন আমি বিশ্বের সবচেয়ে মোটা নারী নির্বাচিত হলাম।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.