'মা আমার সাধ না মিটিলো আশা না ফুরিলো, সকলি ফুরায়ে যায় মা..জনমের শোধ ডাকিগো মা বলে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায় মা..'। এই গানের সুরকার পান্না লাল ভট্টাচার্যের জন্ম ১৯৩০ সালে ভারতের হাওড়া জেলায়।
তিনি একজন শ্যামা সঙ্গীত শিল্পী ছিলেন। মাত্র ৩৬ বছর বয়সে সাধনাচিত ধামে তাঁর প্রয়াণ ঘটে।
আমার পছন্দের গানটির সুরকারের সম্পর্কে এইটুকু জানতে পেরে ভালো লাগলো।
আরও বেশি জানার আগ্রহ আছে..কেউ কোন সূত্র জানলে জানাবেন আশা করি। এবার গানটা শেষ করি। গানটি কমলাকান্ত সেন এর লেখা।
''..পৃথিবীর কেউ ভালোতো বাসে না
এ পৃথিবী ভালো বাসিতে জানে না
যেথা আছে শুধু ভালোবাসাবাসি
সেথা যেতে মন চায় মা..
সকলি ফুরায়ে যায় মা।
বড় দাগা পেয়ে বাসনা তেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাঁদিতে পারি না
বুক ফেটে ভেঙে যায় মা...
সকলি ফুরায়ে যায় মা।
''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।