আমাদের কথা খুঁজে নিন

   

পান্না ভাইয়ের চরিত্র

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

আমার খুব ঘনিষ্ঠ জনের সিনিয়র বন্ধু পান্না ভাই। বয়স ৪০ এর মত হবে। ব্যবসায়িক কাজে প্রায়ই চীন আসা যাওয়া করে। ভালবেসে বিয়ে করা শিক্ষীত চাকরিজিবী স্ত্রী আর দুটি ছেলে নিয়ে চমৎকার সুখি সংসার। ব্যবসায়ী বলতে তেমন বড় ব্যবসায়ী না।

মোবাইল, ফটোপেপার টুকটাক আনা নেয়া করে। আপাতদৃষ্টিতে দেখতে ভাল মানুষটির সুচরিত্রে প্রবেশ করলে দেখা যাবে সে চীনে সফরসঙ্গী হিসেবে একটা করে বলির পাঠা নিয়ে যায়(আমি বলি মুরগি)। দেখে শুনে এমন মুরগি সে বাছাই করবে যে আগে কখনো চীন যায়নি। পান্না ভাইই হয় সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু। চীনের প্রথম ট্রানজিট রুট কুনমিং।

এখানে সবাইকেই কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কখনও কখনও একদিনও থাকতে হয়। তো কুনমিং থেকেই শুরু হয় মুরগী জবাই। বাস ভাড়া থেকে শুরু করে হোটেলের খরচ খাবার খরচ সবই বেচারা মুরগীকে বহন করতে হয়। কারণ পান্নাই তার একমাত্র চীনা অভিভাবক।

চীনাদের ভাষা জ্ঞান সত্যিই দুঃখজনক। ৯০ ভাগ মানুষই ইংলিশ বুজে না তাই বেচারা মুরগী, পান্না ভাইয়ের উপর বেশী ডিপেন্ড করে। মুরগী যদি নিজের পরিবারের জন্য কিছু কেনাকেটা করে সেখানেও তিনি ভাগ বসাবেন। ভাবটা এরকম নিজের পয়সায়ইতো কিনেছি। একজনতো দেশ থেকে নিয়ে যাওয়া তার বিয়ের লাগেজটাই চিরতরে হারালেন।

একবারতো এক চাইনিজ বন্ধুকে খৎনা সম্পর্কে জ্ঞান দিতে নিজের খৎনাকৃত অঙ্গটাই দেখালেন চীনাদের প্রিয় শুয়রের মাংস তারও খুব প্রিয়। মদ বিয়ার এসবতো ডাল ভাত। তার ইংরেজী জ্ঞানও চমৎকার। হোটেলে চিকেন অর্ডার করতে ওয়েটারকে বলবে কুককুরুকু। টুকটাক ইংরেজী চাইনিজ ইশারা ইঙ্গিত মিলিয়ে চালিয়ে নেন।

ব্যবসায় লেনদেনের ঝামেলাতো করেনই, পরে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মানুষের ঝামেলা মেটায়। সেখানকার হোটেলে নিষিদ্ব মেয়ের ব্যবস্হা আছে। এই কাজ সে নিষ্ঠার সাথে পালন করে। সেটাও অন্যের পয়সায়। একবারতো তার মত চরিত্রের(৩ বাচ্চার বাপ) এক মুরগীর সাথে সে আবার সঙ্গীনিও বদল করেছিল।

ম্যসেজ পারলার গুলাতো তার সেবায় নিয়োজিত থাকে। । তার বউ এসবের কিছুই জানে না। বউয়ের জন্য কখনও কোন উপহারও নিয়ে যায় না। ফ্রিতে কিছু পেলে সেটা বউয়ের জন্য বরাদ্দ হয়।

দেশী মানুষ গুলা বিদেশে গেলে কেন যে বিদেশী হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.