আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে বিভিন্ন অঞ্চলে বোমা হামলা, নিহত ১৪

দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে একটি বাস স্টেশন ও রেস্টুরেন্ট লক্ষ করে প্রথম দুটি গাড়িবোমা হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।
ওই হামলার কিছু পরেই বাগদাদের বেশ কয়েকটি এলাকায় কয়েকদফা বোমা হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত বসরা এরআগে তুলনামূলক শান্তিপূর্ন থাকলেও সাম্প্রতিক সময়ে শহরটিতে সহিংসতা বেড়েছে।
মার্চে শহরটিতে এক গাড়িবোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হয়। শনিবার অস্ত্রধারীদের গুলিতে সেখানে এক সুন্নি ধর্মীয় নেতা নিহত হন।
সাম্প্রতিক সপ্তাগুলোতে ইরাকে রাজনৈতিক ও শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
রোববার উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। কর্তৃপক্ষ দাবি করেছে, সুন্নি সশস্ত্র জঙ্গিরা এই হামলা চালিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।