নিজস্ব ঘামের প্রতিভায় চোখ জ্বালা করছে
চিড়চিড় করে মাথার ভেতর করোটি ফেটে যাচ্ছে
বুঝতে পারছি এখনও অনেক বাকি আছে
ভীষণ হয়ে ওঠার উন্নয়ণমূলক কার্যক্রমের আওতায়
ভাবছি শরীরের অঙ্গ্যপ্রত্যঙ্গদের নিয়ে
একটা এনজিও খুলে বসব কিনা
নিজেকে আগাপাশতলা তালাশ করে দেখছি
ঠিক কাকে বহন করে চলেছি ভেতরে ভেতরে
চামড়ার নীচের দগদগে রক্তমাংস দেখে
ভয় করছে, কঙ্কালের একাকিত্ব বুঝতে পারছি
কিন্তু আমারই থমথমে মুখের আড়ালে দাঁত বের
করে আছে আমারই কঙ্কাল, সেকি হাসছে?
এক এক করে সবাইকে ক্ষেপিয়ে তুলতে হবে
এক এক করে সকলকে বিরুদ্ধে দাঁড় করাতে হবে
শরীরের কায়েমী স্বার্থের সংগঠন ভেঙে পড়ছে আজ
দেহের মধ্যেই সমস্ত সংঘাতের সূত্রপাত
আর দেখো কী ভয়ংকর ভাবে তুমি প্রকাশিত- জুবেরী
রাস্তায় পিঁপড়ের মতো মাথায় হৃৎপিন্ড নিয়ে
পিলপিল করে হেঁটে চলা মানুষের মিছিলে
তোমাকে আর আলাদা করা যাচ্ছে না
দেয়ালে বাড়ি খেয়ে ছুটে আসছে
আমারই বিকারগ্রস্থ অবয়ব
শিরার ভিতর ছুটে চলেছে ছুড়ে দেয়া তীর
বেওয়ারিশ লক্ষ্যের দিকে
আত্মাকে রিমান্ডে পাঠিয়ে, সমস্ত
কুরুচিকে তাড়া করে ফিরছে ক্রসফায়ার
আহ!! আমি বেশ নড়েচড়ে উঠছি
শরীরে আন্দোলন টের পাচ্ছি
চিকিৎসা বিজ্ঞান প্রসব বেদনা থেকে নারীকে মুক্তি দিলেও
প্রতিটা মানুষ নিজেই সেই যন্ত্রনায় হয়ে ওঠে- মানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।