ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে
কখনো কখনো সত্যিই মনে হয় হয়তো নিজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছু আঁকা যায় না । প্রতিটি ছবিরই চামড়া রক্ত জুড়ে শুধু হয়তো থাকে আত্মপ্রতিকৃতির স্রোত । কখনো শারীরিক , কখনো মানসিক ।
আবার কখনো মনে হয় এসব ভূল । শিল্পীবিচ্ছিন্নতাতেই শিল্পের উত্তোরণ । শিল্প হোক শিল্পীমুক্ত । ভোক্তার অনুভবে তৈরী হোক শিল্পের বিষয় ।
আজকাল বড় টানাপোড়েনে থাকি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।