আমাদের কথা খুঁজে নিন

   

সামুকে বিদায়, জিপিকেই সাথী করে নিলাম।

http://www.facebook.com/Kobitar.Khata

৪/৫দিন পর সামুতে ঢুকলাম। সামুতে সাধারণত এখন রাত ১:৩০মিনিটের আগে ঢুকা যায় না। এতক্ষণ জেগে থাকা কষ্টকর। শুনেছি সমস্যাটি শুধু জিপি ব্যবহারকারীদেরই হচ্ছে। এখন সামুতে থাকতে হলে আমাকে জিপি বাদ দিতে হবে।

জিপিতে থাকতে হলে সামুকে বাদ দিতে হবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম সামুকেই বাদ দেব। আমি যেহেতু জিপির ১জিবি প্যাকেজ ব্যবহার করছি সেহেতু আমি জিপিকে বাদ দিতে পারছিনা। বাংলা লিংকের যদি ১জিবি প্যাকেজ থাকত তাহলে হয় তো চোখ বন্ধ করে নিয়ে নিতাম। তাই আপাতত সামুকে বিদায়।

রাত ১.৩০মিনিট পর্যন্ত যদি কোনদিন জেগে থাকি তবেই দেখা হবে। কি আর করা। সামুর অভাগা ব্লগারদের জন্য খুশীর খবর। সামুর প্রতি আসক্তি কেটে যাচ্ছে। অভিনন্দন মাননীয় মডারেটর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।