আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর কোরিয়ার আরো দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া এদিন সকালে একটি এবং বিকালে আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুটোই উৎক্ষেপণ করা হয়েছে দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে। এর আগে উত্তর কোরিয়া রোববার একই জায়গা থেকে একটি এবং তার আগের দিন শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। দেশটির স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আচমকা কোনো কিছু না হলেও সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধ বাধানোর হুমকি-ধামকির মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ দুই কোরিয়ার শান্তিপূর্ণ পুরেকত্রীকরণ কমিটির উদ্ধৃতি দিয়ে বলেছে, “আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে ঘন ঘন এ সামরিক মহড়া চালাচ্ছি।” এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বাধানোর পাঁয়তারা মোকাবেলা করতেই উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এ মহড়া চালাচ্ছে। বৈধ এ সামরিক মহড়ার সমালোচনা করার জন্য দক্ষিণ কোরিয়ার তীব্র নিন্দাও জানিয়েছে উত্তর কোরিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.