আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুরকে নির্যাতনের অভিযোগ



সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দি মাহমুদুর রহমানের ওপর 'নির্যাতন' চালানোর অভিযোগ করেছেন তার আইনজীবীরা। আদালতের আদেশ নিয়ে বুধবার বিকালে ঢাকা কোর্ট হাজতে মাহমুদুরের সঙ্গে সাক্ষাতের পর তার দুই আইনজীবী রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে এ অভিযোগ করেন। মাহমুদুর রহমানের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া বলেন, "মাহমুদুর রহমান সাহেবকে ১৫ ঘন্টা পানি খেতে দেয়নি বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরা হাজতখানায় ঢুকে দেখেছি তিনি মেঝেতে একটি বই মাথায় দিয়ে শুয়ে আছে। ওই কক্ষে কোনো চেয়ার নেই।

'' একজন সম্পাদকের ওপর 'মধ্যযুগীয় কায়দায় নির্যাতন' চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মহানগর মুখ্য হাকিমের অনুমতি নিয়ে বিকাল পৌনে চারটায় সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কোর্ট হাজতে মাহমুদুরের সঙ্গে সাক্ষাত করেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের অনুমতি নিয়ে গেলেও প্রথমে মাহমুদুরের সঙ্গে তাদের দেখা করতে দেয়নি কারা পুলিশ। মাহমুদুর রহমানকে খাবারও সরবারহ করা হচ্ছেনা। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।