অধরা স্বপ্নের অর্হি নীলে নিঃসঙ্গ এক পরিপূর্ণ স্বপ্নভূক
অনেক দিন ধরেই লেখালেখি টা ভুলেই গিয়েছিলাম । আমার বন্ধু জইন বলতো এটাকে বলে Writer's Block। যাই হোক অফিসের কল্যাণে উপহার পাওয়া নিদ্রাহীনতা আজ রাতে অন্যান্য রাত্রির চেয়ে একটু বেশীই মেজাজ খারাপ করে রেখেছিল । হঠাৎ কেন যেন এক রাশ অনুভূতির দল এসে মুক্তি দিল বড় বেশি কাঠখোট্টা হয়ে যাওয়া এই আটপৌরে আমাকে । সেই আনন্দেই বহুদিন পরে লিখা মনের সেই অব্যক্ত শব্দগুলো । তবে কলমের কালিতে নয়, নয় আমার সেই প্রিয় কবিতার খাতায় , সবটুকুই রইল সামুর পাতায় ।
আরেকটা নির্ঘুম রাত ...
কেউ নেই পাশে, কাছে কিংবা দূরে ...
বিনিদ্র রাত্রির দীর্ঘশ্বাস ...
চেয়ে রই একরাশ নিদ্রিত সুখী শহুরে দালানের ফাঁকে ...
এক চিলতে মেঘলা আকাশে ...
যদি পাই কোন শুভ্রতার দেখা ...
সবটুকু বিবর্ণতা ...
একটুকু মলিন স্বপ্ন ...
ফিরে যাই চিরচেনা দুঃস্বপ্নের রাজ্যে ...
কন্টকিত আসনে যেখানে আমিই প্রজা আমিই রাজা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।