আমাদের কথা খুঁজে নিন

   

বাচঁতে হলে জানতে হবে -১৯



(আগের লেখা গুলোর লিংক দিলাম না। এখানে ১৯৬১থেকে১৯৮০সাল পর্যন্ত দেয়া হলো। বাকি গুলো পরে যথা সময়ে দেয়া হবে। এই তথ্য গুলো সংগ্রহ করতে আমার সাড়ে চার বছর সময় লেগেছে। অসংখ্য বই পড়তে হয়েছে।

দিনের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত লাইব্রেরীতে থাকতে হয়েছে। কতদিন দুপুরে খাওয়া হয়নি। কিন্তু কেউ এই মূল্যবান তথ্য গুলো পড়তে চায় না। জানতে চায় না। খুব দুঃখ হয়!) ১৯৬১সাল মুসলিম পারিবারিক আইন পাস হয়।

বি.আর.টি.সি প্রতিষ্ঠিত হয়। ঢাকায় ৫ লক্ষ মুসলমান,৪০হাজার হিন্দু এবং ৩০০০ জন অন্যান্য ধর্মাবলম্বী ছিল। ঢাকায় ছায়ানট(সাংস্কৃতিক সংগঠন)প্রতিষ্ঠিত হয়। ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। ১৯৬২সাল রেশম গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিউট প্রতিষ্ঠিত হয়।

জাতীয় সংসদ ভবনের ভিওি স্থাপন করা হয়। ১৯৬৩সাল ময়ূর কে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষনা করা হয়। ঢাকা ওয়াসা প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪সাল ঢাকায় ফামের্সী শিক্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারা দন্ড দেয়া হয়।

ঢাকায় প্রথম কমপিউটার ব্যবহার করা হয়। (পরমানু শক্তি কেন্দ্রে) ১৯৬৫সাল ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত 'বঙ্গ বাজার' এলাকাটি নানা ধরনের খুচরা পন্যের হকার ও ছোট দোকানদারদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠে। পাক-ভারত যুদ্ধ শুরু হয়। (সেপ্টেম্বর) ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান 'এসো হে বৈশাখ এসো এসো' এর মাধ্যমে বাংলা নতুন বছরকে বরন করা হয়। ১৯৬৬সাল আবুল ফজল আদমজী পুরস্কার পান।

শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষনা করেন। (৫,ফ্রেরুয়ারী) এশিয়া কাপ ফুটবল শুরু হয়। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৬৭সাল দক্ষিন আফ্রিকার কেপ্টাউনে প্রথম হৎপিন্ড সংযোজন করা হয়। চাঁদের বুকে মানুষের পা বাড়ে।

(২১ জুলাই) ১৯৬৮সাল সত্যেন সেন 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী' প্রতিষ্ঠিত করেন। ১৯৬৯ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথম কৃএিম ভাবে এনজাইম তৈরী করা হয়। ১৯৭০সাল বাংলাদেশে ধান গবেষনা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

সাধারন নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃ্ত্বে আওয়ামীলীগ বিপুল বিজয় অর্জন করে। ১৯৭১সাল ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভয়ঙ্কর কালরাএি নামে খ্যাত। ২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ যা নয় মাস ধরে চলে। শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষনা করা হয়। ডিসেম্বর মাস থেকে বর্তমান বাংলাদেশের ইতিহাস শুরু হয়।

বাংলাদেশের পতাকা প্রথম উওোলন করা হয়। (২,মার্চ) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। (১৬,ডিসেম্বর) সাহিত্যিক তারাশঙ্কর মারা যান। ১৯৭২সাল বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে। (১৮,এপ্রিল) বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয়।

বাংলাদেশে 'ডিস এন্টিনা' ব্যাবহার চালু হয়। (২৭,এপ্রিল) ১৯৭৩সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি তৈরীর কাজ শুরু হয়। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। (৭,মার্চ) ১৯৭৪সাল বাংলাদেশে জাতীয় রোয়িং ফেডারেশন গঠিত হয়। মার্কিন মহাশূন্য মেরিনার-১০ সর্বপ্রথম কাছ থেকে বুধের ছবি তুলে পাঠায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫সাল আমেরিকান শিল্পী Adam Darius ইঞ্জিনিয়ার্স ইসষ্টিটিউটে প্রথম মূকাভিনয় প্রদর্শন করেন। সুয়েজ খাল জাহাজ চলাচলের জন্য আবার খোলা হয়। ইসলামিক ফাইন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়।

(ইংল্যান্ড) লেবানন এ গৃহযুদ্ধ শুরু হয়। রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। (৩১,আগষ্ট) ১৯৭৬সাল কবি জসিমউদ্দিন একুশে পদক পান। বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয়।

প্রথম গ্যাস পরিষদ ঘোষনা করা হয়। কাজী নজরুল ইসলাম মারা যান। চীনে ভূমিকম্পে প্রায় ৭ লক্ষ লোক নিহত হয়েছিল। ১৯৭৭সাল বাংলাদেশ কে গুটি বসন্ত মুক্ত দেশ হিসেবে সরকারী ভাবে ঘোষনা করা হয়। ঢাকা থিয়েটার সেলিম আল- দীন রচিত 'চর কাঁকড়া'র ডকুমেন্টারী নামে প্রথম পথ নাটক ঢাকায় প্রদর্শন করে।

১৯৭৮সাল বাংলা একাডেমী প্রাঙ্গনে বইমেলা শুরু হয়। বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবীর জন্ম হয়। পল্লী বিদুৎতায়ন বোর্ড (আর.ই.বি)প্রতিষ্ঠিত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয়। (১৭,ডিসেম্বর) জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠা করেন।

(১ সেপ্টেম্বর) ১৯৭৯সাল শিশু পার্ক আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৮০সাল ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়। বাংলাদেশে রঙিন টিভি চালু হয়। (১,ডিসেম্বর) কুর্মি টোলা (জিয়া)আন্তজার্তিক বিমান বন্দর চালু হয়।

রেকর্ডের জায়গায় দখল করে নেয় ডিকস্ । ব্যাপকভাবে প্লাষ্টিকের এবং ষ্টিল এর আসবাবপএ তৈরি শুরু হয়। সি.এন.এন মার্কিন যুক্তরাষ্টের বেসকারী টেলিভিশন সম্পচার শুরু করে। প্রথম এশীয় কাবাডি চাম্পিয়নশিপের আয়োজন করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.