পিসির স্পিড বাড়াতে চান তাহলে এদিকে আসেন পেচাল না পেরে কাজের কথায় আসি। অনেকেই Windows Update সমস্যা এর সমস্যায় পরেন। পিসি অন থাকলে Windows Update হলে নেট স্লো হয়ে যায় এবং যতখন না পর্যন্ত তা ইনস্টল করা হয় ততখন পর্যন্ত নোটিফেকেশন দেখায়। আর পিসি বন্ধ করলে ইনস্টল না হওয়া পর্যন্ত পিসি বন্ধ হয় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে নিচের পদ্ধতি মেনে চলুন।
1। প্রথমে রান অপশনে গিয়ে regidit টাইপ করুন এর পর নিচের মত একটি
Window আসবে।
2। এর পর সে খান থেকে HKEY_CURRENT_USER।
3।
তার পর Softwere থেকে Microsoft, Microsoft থেকে Windows, Windows থেকে Current version, Current version থেকে Policies।
4। এর পর Policies তে রাইট বাটন ক্লিক করে New থেকে Key তে ক্লিক করে Explorer নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে।
5। তারপর নিচের ছবির মত Explorer রাইট বাটন ক্লিক করে যদি 32 বিইটের অপারেটিং সিস্টেম হয় তাহলে 32 সিলেক্ট করতে হবে এবং যদি 64 বিটের হয় তাহলে তাহলে 64 সিলেক্ট করতে হবে।
6। সিলেক্ট করলে ডানে একটি অপশন আসবে সেখানে NoWindowsUpdate টাইপ করতে হবে। এর পর NoWindowsUpdate এর উপর ডাবল ক্লিক করলে নিচের মত একটি অপশন আসবে সেখান থেকে Value data তে 1 টাইপ করে OK ক্লিক করে বের হয়ে আসতে হবে।
আপনার কাজটি সফল হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য Run অপশনে গিয়ে WindowsUpdate টাইপ করুন তার পর নিচের ছবির মত হয় তাহলে আপনার কাজটি সফল হয়েছে।
[বি:দ্র: এটি আমি শুধুমাত্র Windows সেভেনে প্রয়োগ করেছি এবং তা হয়েছে ।
এটি Windows xp তে কাজ করবে কিনা তা আমি জানি না। ]
ধন্যবাদ পোস্টটি দেখার জন্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।