আমাদের কথা খুঁজে নিন

   

একটিবার আমাকে বাচঁতে দাও

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
ভোরের সূর্য ঠিকমতো তেজ প্রকাশের আগেই ঘুম থেকে ওঠো। তন্দ্রাচ্ছন্ন চোখ মুছতে মুছতে ছুটো স্কুলে। কাধেঁ নিজ শরীরের চেয়েও ভারী ব্যাগ। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, সমাজ, বিজ্ঞান কতকিছু! অপরাহ্নে স্কুল থেকে বাড়ী ফেরা।

এবার একটু অবসর ........... না, তা হবে কেন? জীবনে বড় হতে হবে না। গান শেখা, নাচ প্র্যাকটিস নিদেপক্ষে আবৃত্তি। কোন দিক থেকে পিছিয়ে পড়া যাবে না। তারপর বিকেলে ......... মাঠে একটু খেলাধূলা, ছোটাছুটি .............. প্রশ্নই আসে না। সারাটা বিকেল খেলাধূলা করে কাটালে ছবি আকাঁর ক্লাসে যাবে কে? প্রতিযোগিতায় পিছিয়ে যাবেতো।

আর খেলবে যে মাঠ কোথায় খেলার মতো? মন যতই পড়ে থাকুক খেলার মাঠে নিবিষ্ট মনে রংতুলি নিয়ে ছবি আঁকতে বসো। কিছুতেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়া যাবে না। তারপর সন্ধ্যা নামে। ওর চোখে রাজ্যের ঘুম, ক্লান্তি আর অবসাদ। না, ঘুমানো যাবে না।

হোমওয়ার্কতো শেষ করা চাই। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, সাধারণ জ্ঞান কতকিছু????? ইদানিং আপনার শিশু সন্তানের চোখের দিকে তাকালে কষ্ঠ হয়? নিজকে অপরাধী মনে হয়? নিজের শৈশবের আনন্দউচ্ছল দিনগুলোর কথা খুব মনে পড়ে? থাক ওসব সস্তা আবেগকে প্রশয় দিতে নাই তাহলে ও আবার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। স্কুলের বাইরেও এখন কত কমম্পিটিশন ......... ক্ষুদে গানরাজ, অলরাউন্ডার, সেরা নৃতশিল্পী, তারকাদের তারকা। তারচেয়ে আসুন থ্রি ইডিয়টস ছবির একটা গান শুনি............. Click This Link গানটি ভাষান্তরের একটা অপচেষ্টা ... সারাটা জীবনতো মরতে মরতে বেচেঁ আছি একটি বার আমায় বাচাঁর মতো বাচঁতে দাও। আমায় দাও কিছু সূর্যালোক আমি কিছু বৃষ্টি চাই একটিবার আমায় সুযোগ দাও আমি আবার জম্মাতে চাই।

কাধেঁ নিয়ে বইয়ের বোঝাই ঘুষ দিতেতো শিখিয়েছে আমার বাবাই ৯৯% নম্বর পেতেই হবে আমায় তাইতো লিখে লিখে খাতা ভরাই আলফা, বিটা, গামা H2SO4 মনোযোগ দিতে দিতে পুরো শৈশব আমার নষ্ঠ হলো। শৈশবতো গেল, যৌবনও যাচ্ছে চলে একটিবার আমায় আমার মতো বাচঁতে দাও। আমায় দাও কিছু সূর্যালোক আমি কিছু বৃষ্টি চাই একটিবার আমায় সুযোগ দাও আমি আবার জম্মাতে চাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.