ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের একটি ২ বছরের শিশু দৈনিক ৪০টির মত বেশী সিগারেট পান করে থাকে । অবিশ্বাস্য হলেও ব্যায়াপারটি সত্য ,শিশুটির মা-ও সিগারেটে আসক্ত । শিশুটিকে সিগারেট না দিলে অসংযত আচরন এবং অসুস্হবোধ করে থাকে ।
এদিকে ইন্দোনেশীয় সমাজ সেবক সংস্হা, শিশুটির পরিবার-কে একটি ফ্যামলি কার দেওয়া হবে বলে অংগীকারবদ্ধ ,যদি শিশুটিকে ধুমপান থেকে বিরত করতে পারেন । তবে শিশুটি পিতার অবিমত, আমি ইহাতে অনিয়মের কিছু দেখিনা , আমার শিশু-সন্তানটির স্বাস্হ্য ভালো ।
( একটি বিদেশী সাময়ীকি থেকে তথ্য সংগৃহীত )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।