আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ ললনা তব ধুমপানে.....

আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি জানি এ লেখার কোন প্রয়োজন আছে কিনা তবুও লিখছি। ইদানিং বাংলাদেশে একটা বিষয় সবার নজর কেড়েছে কিনা জানিনা যে- "নারীর হাতে সিগারেট"। এভদিন হয়ত এটা আড়াল ছিল এখন তা প্রকাশ্য ঘটনা। ভাবতে অবাক লাগে দেশ এত এগিয়ে গেছে যে, ঢাকা শহরে এখন যত্রতত্র হরহামেশাই চা এর টঙ দোকানগুলোতে (বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে)ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজকাল সিগারেট টানছে। মেয়েদের ধুমপান করা দেখলে মনে হয়, সিগারেট যে প্রথম তৈরি হয়েছিল বৃটিশ মেয়েদের অলস সময় কাটানোর জন্য তা যথার্ত (বৃটিশ ছেলেরা তখন চুরুট খেত)।

আমি আধুনিক চিন্তাধারাকে পছন্দ করি এবং মেয়েদের স্বাধিনতাকেও সমর্থন করি। কিন্তু তাই বলে নারীর হাতে সিগারেট মেনে নিতে আমি দ্বিধায় ভুগি। ধুমপান ছেলে-মেয়ে উভয়ের জন্যই ক্ষতিকর। ফুসফুসের ক্যান্সার ধুমপানের প্রধান রোগ। তাছাড়াও মা ধুমপান করলে তার সন্তান ধারণের সময় অনেক সমস্যা হয়, তবে এও সত্য যে একজন চেইন স্মোকার বাবাও সুস্থ সন্তান জন্ম দিতে পারে না।

এতদিন ছেলেরা ধুমপান করে আসছে দেখে এর প্রতিশোধ বা প্রতিযোগিতায় যদি মেয়েরাও এ পথে আসে তবে কার অনুপ্রেরণায়, কার অনুরাগে ছেলেরা এই বদ অভ্যাস ছাড়বো, কে বা তাদের ভুল শুধরিয়ে দিবে....... [http://www.prothom-alo.com/detail/date/2010-06-02/news/67750] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।