আমাদের কথা খুঁজে নিন

   

আমি উবুন্টুর স্বাদ পেলাম।

ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।

এলকার এক ছোট ভাই গত সাপ্তাহে আমার বসায় এসে বললো “ভাই আমি একটা লিংকে ঢুকবো। নতুন একটা সফটয়ার আছে নামাবো। ” আমি কি জানতে চাইলাম। সে উবুন্টুর নাম বললো।

আমি উবুন্টু সম্পর্কে আগেই জানতাম। ভাল লেগেছিলো কিন্তু নতুন সিসটেম বলে ব্যবহারে ভয় লাগছিলো। কারণ নতুন একটা অপারিটিং সিসটেম মানে অজানা নানা সমস্যা। আর তা নিয়ে নানা ঝামেল। কিন্তু সে যখন বললো সে তার কম্পিউটারে ব্যবহার করবে তখন আমি খুশি হলাম।

আমি তাকে বললাম তোমার যে যে সমস্যা হবে তা আমকে বলবে। আমি নেট থেকে সমাধান বের করার চেষ্টা করবো। আমি তাকে সরাসরি বললাম এই ফাকে আমার বোঝা হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। উবুন্টুর ওয়েবে ঢুকে গেলাম।

কিন্তু সাইজ দেখে মাথা খারাপ। ৬৯৯ মেগাবাইট। আমার হিসাবমতে নামাতে আমার চারদিন লাগবে। কিন্তু যখন দেখলাম উবন্টুর এই ভার্সন সিডি থেকে ইনন্সটল না করেও ব্যবহার করা যায় আমর উৎসাহ ১৪ গুণ বেড়ে গেলে। আমার ও তার উৎসাহ এত ছিলো যে নামাতে শুরু করলাম।

তার আগ্রহ আমার চাইতে বেশি ছিল। যাই হোক চারদিন ধরে নামালাম। আমর হিসাবমতই নামলো। সাইটে লিখা ছিল কিভাবে সিডি ও ইউএসবি ডিসক করতে হবে। তাই মত প্রথমে ইউএসবি ডিসক করলাম।

কিন্তু তা ব্যবহার করতে পারলাম না। তাই সিড করার চিন্তা করলাম। সাইট দেখে যা করতে বললো তাই করলাম। কিন্তু ৪ টা সিডিই নষ্ট হল। শুধু রাইট হল না।

সাইজ দেখে মনে হল সিডিতে হবে না। তাই ডিভিডি শুরু করলাম। ৩ টা ডিভিডি শেষ। আমারতো মাথা খারাপ হবার জোগার। কোন কাজ না হলে আমার অন্যকাজগুলো ভাল হয় না।

অনার্স ফাইনাল পরীার জন্য পড়া নষ্ট হতে লাগলো। মনে পড়লো সামুতে আমি অনেকবাড় অনেককে উবুন্টু সম্পর্কে লিখতে দেখেছি। তাই সেখানে সমস্যাটা তুলে ধরলাম। উবুন্টুর জন্য সাহায্য দরকার। শিরোনামে।

অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তাদের সাহায্য কাজে আসলোনা। আমার ভুল হচ্ছিলো। আরো কিছু সিডি আর ডিভিডি নষ্ট করলাম। অবশেষে আজ যখন সেই ছোট ভাই বাসায় আসলো অন্যকোন কাজে তখন তাকে সামুর থেকে সাহায্যগুলো দেখালাম আর নিরো ৭ দিয়ে কাজ করা যায় কিনা দেখা শুরু করলাম।

ঃ অবশেষে নিরো ৭ দিয়ে একটা ডিভিডি করা গেল। তার সাথে সাথে কম্পিউটার রিস্টার্ট করে ব্যবাহার করার জন্য কাজ শুরু করলাম। কারণ আমার তর সইছিলো না। সিডি থেকে শুরু হতে অনেক সময়নিচ্ছিল। তাই শঙ্কা বাড়রতে লাগলো।

অবশেষে আমি সেই আকাঙ্খিত মুহুর্তে হাতে পেলাম। উবুন্টু খুলে গেল। কি যে আনন্দ লাগছিলো তা আর বলে বোঝাতে পারবো না। এই সফল্যের জন্য আরাফাত বিন সুলতান ভাইকে অজস্র ধন্যবাদ। তার উপদেশই বেশি কাজে দিয়েছিলো।

কিছু স্কিন শট নিয়ে রেখেছি। যারা নতুন। এখনো উবুন্টু সম্পর্কে জানেননা। বা যারা একটু দেখতে চান তাদের দেখার জন্য। তবে আপনাদের দেখাতে মনচাচ্ছে দেখেই বেশি দেখাচ্ছি।

এখানে আর একটি বিষয় উল্লেখ করা ভাল। আমার সমস্যা হল, আমি নেটে গেলাম, সমাধান পেলাম, আমার কাজ সফল হল। আধুনিক প্রযুক্তি এই সাফল্য আমাদের বুঝিয়ে দেয় পৃথিবী আজ কতটা ছোট হয়ে এসেছে। সবকিছু কেমন হাতের কাছে। প্রযুক্তিকে আমার লাল সালাম।

সরকার ফেসবুক খুলে দেক এটাই আমাদের সবার কামনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.