আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর মোবাইল জাদুকর!!!

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

উবুন্টুতে মোবাইল ফোন ম্যানেজমেন্ট একটা অসম্ভব ব্যাপার ছিল কারণ প্রায় কোন মোবাইল প্রস্তুতকারকই লিনাক্সের মোবাইল ফোন ম্যানেজার সফটয়্যার সরবরাহ করে না। সবই দেয় উইন্ডোজের জন্য।

উবুন্টু অবশ্য ইন্টারনেট ব্যবহার আর ফাইল ম্যানেজমেন্ট অংশটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে। মোবাইল কানেক্ট করা মাত্র রিকগনাইজ করে ইন্টারনেট কানেক্ট অপশন আসে। একই অবস্হা ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও। বেশীরভাগ ফোনই ইউএসবি ড্রাইভের মত দেখায়। কিন্তু, মোবাইল ম্যানেজারের মাধ্যমে যেমন এমএমএস বা কন্টাক্ট নাম্বারগুলো ব্যাকাপ রাখা যায় সেরকম কোন ব্যবস্হা নেই।

এটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। তাহলে কি করবেন? গ্রামীণ বা একটেলের মোবাইল ব্যাকাপ সার্ভিস??? ফালান মিয়া , টাকা কি গাছে ধরে! এই নেন সলিউশন। উবুন্টুর অসাধারণ একটা মোবাইল ফোন ম্যানোজার সফটয়্যার হল Wammu. আমি এখন পর্যন্ত কোন ফোন পাই নি যেটা Wammu সাপোর্ট করে না। আমার মান্ধাতার আমলের সিমেন্স (যেটার সাপোর্ট কিনা খোদ ম্যানুফ্যাকচারারই বন্ধ করে দিয়েছে!) থেকে শুরু করে নোকিয়া, সনি এরিকসন, স্যামস্যাং, চাইনিজ ম্যাক্সিমাস, স্প্রিন্ট এমনকি জাতবিহীন চাইনিজ ফোনগুলোও! সবই সাপোর্টেড। ডাটা কেবল দিয়ে কানেক্ট করলেও হয়, ব্লুটুথ বা ইনফ্রারেড দিয়েও কানেক্ট করলেও চলে।

এর পারর্ফমেন্সে আমি মুগ্ধ! কি কি করা যায়? ফোনের সেন্ট, রিসিভড বা ড্রাফট এসএমএস, রিসিভড, মিসড বা ডায়ালড কল রেকর্ড, কন্টাক্ট নাম্বার, ক্যালেন্ডার, টু ডু লিস্ট দেখতে ও ব্যাকাপ রাখতে পারবেন। এই সফটয়্যার দিয়ে খুব সহজেই সব রিস্টোর করা যায়। যাদের ফোনের মেমরী স্বল্পতার জন্য অনেক দরকারী এসএমএস মুছে ফেলতে হয় তাদের এটা খুব কাজে লাগবে। যতখুশি এসএমএস সেভ করে রাখতে পারবেন। চাইলে কোন ফাইল পাঠাতে এমনকি কম্পিউটার থেকে এসএমএসও পাঠাতে পারবেন যে কোন নাম্বারে।

ফোন ইনফো অপশনে ফোনের বর্তমান ব্যাটারী চার্জ, নেটওয়ার্ক, আইএমইআই নাম্বার, ফার্মওয়ার ভার্সন এগুলোও দেখা যায়। নির্মাতার দেয়া সফটয়্যার দিয়েও অনেক ফোনে এতসব করা যায় না! এটি আপনার উবুন্টুতে যোগ করতে Applications মেন্যূ থেকে Add/Remove সিলোক্ট করে Wammu লিখে সার্চ দিন। কাজ করল কিনা আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ? কিছু স্ক্রিনশট দিলাম, দেখুন:


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.