আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে জাপার দু'গ্রুপের সংঘর্ষ, সাংগঠনিক সম্পাদক আহত

বীরগঞ্জে জাতীয় পার্টির দু'গ্রুপের সংঘর্ষে উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক নাজমূল ইসলাম ইসলাম গুরুতর আহত এবং নেতাদের দুইটি গাড়ী ভাংচুর করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দলীয় সূত্র জানায়, মিজানুর রহমান মিজু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আজ শনিবার উপজেলা জাতীয় পার্টির মাসিক কর্মী সভা আহবান করে। সকাল সাড়ে ১১ টায় সভা শুরু হলে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রশিদুল আলম, জাতীয় পার্টি নেতা মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি বদরুল ইসলাম নয়া মিয়ার নেতৃত্বে জাতীয় পার্টির একটি গ্রুপ মিজানুর রহমান মিজুর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম সভাপতির অনুমতিক্রমে এ ব্যবস্থা করা হয়েছে বলে অবহিত করেন।

এ সময় রশিদুল আলম রেজুলেশন দেখতে চাইলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়েন।

কথাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মিলন আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল ইসলাম প্রধানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রয়ে আনে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রশিদুল আলম জানান, সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতির সভাপতিত্বে যে কোন সভা অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও সমস্ত নিয়ম-কানুন ভেঙ্গে গোপনে পাল্টাপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দেখিয়ে সভা আহবান করা হয়েছে।

এই বিষয়ে আমাদের কোন ভাবেই অবহিত করা হয়নি। মিজানুর রহমান মিজুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কোন প্রকার কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হয়েছে। আমরা অবৈধ ভারপ্রাপ্ত সভাপতি আহুত সভা প্রতিহত করেছি জাতীয় পার্টিকে রক্ষার জন্য।

অপরদিকে, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম জানান, সভাপতি মোঃ নজরুল ইসলামের অসুস্থ্যতার কারণে তারঁ লিখিত অনুমতিক্রমে দলকে গতিশীল করার লক্ষে জেলা জাতীয় পার্টিকে অবহিত করে বিশেষ সভায় মিজানুর রহমান মিজুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আনা হয়েছে। সম্পূর্ণ বৈধ ভাবে আজকের সভা আহবান করা হয়েছে।

যদি অবৈধ হয় তা হলে তারা জেলা কমিটিকে বিষয়টি অবহিত করতে পারে। কিন্তু কতিপয় ব্যক্তি পথভ্রষ্ট নেতাকর্মী নিয়ে আমাদের সভায় হামলা চালিয়ে আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদককে আহত করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.