আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক নিয়ে কিছু

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আইটি কি বন্ধ করে রাখা যায়? সরকারের উপরের দিককার লোকগুলার ধারনা তারা খুব চালাক। বরঞ্চ ফেসবুক বন্ধ করে তারা দেশের জন্য দুর্নাম কুড়িয়েছে। এখন পাকিস্তানের মতোই 'বাংলাদেশ' বলতে মৌলবাদি একটা দেশকে বোঝাচ্ছে। অথচ আমাদের দেশের ৯৫% লোক তো মৌলবাদী না।

বাল-এর জন্য এটা নতুন কিছু না। ২০০১ সালের ইলেকসানে হাইরা তারা পয়লা বলা শুরু করসিল যে দেশে মৌলবাদী আছে। এখন তারাই মৌলবাদী হয়া গেসে। পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে আরে কুনু তফাৎ নাই। জয় ভাইয়া তোর মারে বুঝাইতে পারস না ... টাকা কামাইবার সমো ত ঠিকোই লম্ফ দিয়া ভোয়েপের বিজনেস করবার পারো ... নানার নাম তো খোয়াইসোস, এখন দেশের নামটাও খোয়াইবি তোরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.