বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com
আপনারা অণেকেই জানেন আমার একটা সাইট আছে মিউজিক নিয়ে http://www.bdmusiczone.com/ কয়েকদিন আগে এই সাইট শুরু করেছি তাই ভিজিটর ৫/১০ জনের বেশি পাবো এমন আশা করিনি তারউপর কোন সিও করি নাই।কিন্তু্ আজকে সকালে সাইটের ঢুকেতো আমি অবাক ৪০০ ভিজিটর সকালের মধ্যেই ব্যাপক অবাক হলাম ভাবলাম হয়তো কোন গন্ডগোল আছে এত ভীজিটর কি আকাশ থেকে আসবে নাকি !!!!!!!!!!!!!
তারপর বিকালের দিকে গুগলের এ্যানিলিটিক সাইটে লাগালাম ।আগে ব্যভহার করতাম হাইস্ট্যাটাস নামের একটা সাইট ভিজিটর দেখার জন্য ।ভাবলাম ওইটাতে যদি গন্ডগোল থকে তাহলে গুগলের সাইটে ভুল হবার কথা না।কিন্তু এই মাত্ত গুগলে লগিন করে দেখলাম তাতে ৩৫০ ভিজিটর দেখাচ্ছে এতে বুঝা যাচ্ছে আজকে সত্যি সত্যি ১০০০ ভিজিটর ভিজিট করেছে ।নানা ভাবে বিশ্লেষন করে বুঝতে পারলাম কোন বড় সাইটে আমার সাইটের লিংক দিয়েছে তাই এত ভিজিটর এসেছে ।তবে আমি খুশি আমার সাইটে একদিনে এত ভিজিটর ।সবাইকে ধন্যবাদ আশা করবো সবাই বেশি বেশি ভিজিট করবেন ।আর কষ্ট করে পড়ার জন্য আপনাদের জণ্য একটা গান উপহার
বাপ্পা আর মিলার আনরিলিজড গান ভালোবাসা আশা করি শুনবেন গানটা জোস হইছে গানে মিলার উগ্র কন্ঠ নাই শীতল কন্ঠ ব্যবহার করা হয়েছে শুনলে ধাধায় পড়ে যাবেন এটা কি মিলার কন্ঠা নাকি অন্য কারো http://www.mediafire.com/?5cogir2zowi
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।