নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।
কোনো পোস্ট পাইলেই হইলো। কিছু কিছু ব্লগার তাদের নিজেদের ব্লগ রে নিয়া মার্কেটিং করার জন্য ঝাপায় পরে।
এই যেমন : ইচ্ছে করলেই আপনার ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে সেইভ করে রাখতে পারেন ,Facebook ব্যবহারের সবচেয় সহজ উপায় মনে হয় আমার টা.....,ক্যামনে বইবো বল শোকের পাহাড়, ইত্যাদি। আমার নিজের পোস্ট গুলাতে এই রকম মার্কেটিং এর প্রমান পাইলাম । সামু তে আমি যখন রেজিস্ট্রেসন করি তখন আমাকে বলা হ্য় আমার কোনো পোস্ট নাকি প্রথম পাতা্য় আপাতত দেখা যাবে না। কারন ফ্লাডিং প্রতিরোধ এর জন্য এই ব্যাবস্হা। কিন্তু এই যে মার্কেটিং এর নামে যে ফ্লাডিং চলতাছে তা কে দেখবে?
হেহে মার্কেটিং এর নতুন ধারা আবিষ্কার করলাম মনে হ্য় ! ব্লগ মার্কেটিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।