আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী পটল তোলার আগে শেষ খায়েশ

ভালো হতে চাই

শোনা যাচ্ছে ২০১২ সালে নাকি পৃথিবী পটল তুলবে। যদি তাই হয়, তাহলে এই সময়ের মধ্যেই পৃথিবীবাসীর উচিত যার যার শেষ ইচ্ছা পূরণ করে নেওয়া। কিন্তু কার কী শেষ ইচ্ছা? চলুন, তাঁদের জবানিতেই সেটা জেনে নেওয়া যাক। ঘুরে ঘুরে জানাচ্ছেন ভবঘুরে তন্ময় তাপসকারেন্ট থাকুক আর না থাকুক, গ্যাদার বাপে প্রয়োজনে জেনারেটার সেট কইরা দিব, তার পরও ২০১২ সাল পর্যন্ত স্টার প্লাসের সিরিয়ালগুলা নির্বিঘ্নে দেখতে চাই। বুলবুলি আক্তার, নামসর্বস্ব গৃহিণী।

সব বোগাস! তার পরও রিস্ক নিয়ে লাভ নেই। আমি ২০১২-র মধ্যে ঘুষের টাকায় হলেও মঙ্গলে একটা প্লট কিনে রাখতে চাই। তারপর যা হয়, হোক। আলামত সাহেব, দুদকের তালিকাভুক্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালে কেয়ামতের একদিন আগে হইলেও এই কসম কাইট্টা কইতাছি, ঘটি সামছুর 'ব্যাকবোন' গুঁড়া গুঁড়া কইরা হেইডা দিয়া দাঁত মাজতে চাই।

কিডনি ফুটা কালাম, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। হাউ চুইট! আমি মরার আগে সালমান খানের সঙ্গে এক মিনিটের জন্য হলেও দেখা করতে চাই। না হলে ৩০ সেকেন্ডের জন্য কথা বলতে চাই। তাও যদি না হয়, অন্তত সল্লুকে একটা মিসকল দিয়ে মরতে চাই। লাবণ্য পপি, সিনেমাখোর কলেজছাত্রী।

পৃথিবী ধ্বংসের আগে সরকারের কাছে আমার একমাত্র দাবি, প্রেমকে জাতীয়করণ করতে হবে। সাংবিধানিকভাবে প্রেমিকদের স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনে ভাতার ব্যবস্থা করে হলেও বেকার প্রেমিকদের পাশে দাঁড়াতে হবে। মদনলাল, নিখিল বঙ্গ প্রেমিক সমিতির সেক্রেটারি। জনগণের জন্য মরার আগ পর্যন্ত কাজ করতে চাই।

২০১২ সালের মধ্যে ঢাকা টু স্বর্গ ডাইরেক্ট একটা উড়াল সেতু বানিয়ে দিতে চাই। কেরামত আলী, প্রজেক্টবাজ রাজনীতিবিদ। মামু আমার বহুদিন ধইরা গান শুনাইতেছে 'উড়াল দেব আকাশে। ' মামু যখনই উড়াল দিব, আমি তার ঠ্যাং দুইডা ধইরা ঝুইলা থাকতে চাই। কলিম, ব্যান্ডসংগীত শ্রোতা, মামুভক্ত টোকাই।

বড় হুজুর পারে নাই। কিন্তু আমি পারুম। ২০১২ সালের মধ্যে আমি তসলিমা নাসরিনরে তওবা পড়াইয়া বেলাইন থিকা লাইনে নিয়া আসতে চাই। তোরাব আলী হুজুগী, গুরুমারা ছোট হুজুর। মরার আগে একদিনের জন্য হইলেও দ্যাশের মধ্যে সবচেয়ে বড়লোক হইয়া প্রথমেই এফডিসিডা কিইন্যা ফালাইতে চাই।

তারপর হুম... ফুয়াদ হাসান, কাঁচামালের পাকা ব্যবসায়ী। আমি? আমারেও মারবাইন? হায় হায়, এইডা কী কইন! ঠিক আছে, যদি মরুনই লাগে, তাইলে অন্তত ঘোড়ার ডিমডা বাস্তবে একবার দেইখ্যা মরতাম চাই। সম্পাদক, ঘোড়ার ডিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.