আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ভালো মানুষ এখনো আছে বলেই সূর্য্য উঠে রোজ

Woods are lovely dark and deep And I have a promise to keep

উৎসর্গ : দেশের সব সৎ তরুণকে। শুধু আমি কেন এদেশের বেশিরভাগ লোকই অন্যদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে না এদেশে। সবাই সবাইকে কেমন যেন সন্দেহের চোখে দেখে। এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমিও এর বাইরে নই। কিন্তু সম্প্রতি একটি ঘটনা আমার সেই ধারণাতে প্রচণ্ড আঘাত হেনেছে।

আমি এখন মনে করি এদেশে এখনো প্রচুর ভালো মানুষ আছে বা ভবিষ্যতে থাকবে। ঘটনাটা এরকম কয়েকদিন আগে আমাকে পারিবারিক কাজে ঢাকার বাইরে অর্থাৎ দেশের বাড়ীতে যেতে হয়েছিল। যথারীতি বাস স্টান্ডের উদ্দেশ্যে রওয়ানা হলাম। বাসের টিকেট কেটে বাসে উঠতে গিয়ে যেই পকেটে হাত রাখলাম দেখি পকেটে মোবাইলটি নেই। মনে করতে পারলাম না মোবাইল কোথায় ফেলে এসেছি।

যতদূর মনে পড়ল মোবাইল পকেটেই ছিল। আমার সঙ্গে সহযাত্রী হিসেবে ছিল আমার ছোট ভাই। তার মোবাইল থেকে কয়েকবার আমার হারিয়ে যাওয়া মোবাইলে ফোন করলাম, দেখলাম মোবাইলে রিং হচ্ছে। কেউ ধরছে না। আমি যথারীতি হতাশ হয়ে পড়লাম, মোবাইল হারানোর বেদনায়।

কিছুক্ষণ পর আমার হারিয়ে যাওয়া মোবাইল থেকে ছোট ভাইয়ের মোবাইলে ফোন আসল, আসা মাত্র রিসিভ করলাম। দেখি অজানা কণ্ঠস্বর। আমি কোন ভূমিকা না করেই তাকে বললাম যে ফোনটা আমার কিছুক্ষন আগে হারিয়ে গেছে। তখন ঐ ব্যক্তি বলল সে ঝিগাতলার রাইফেল স্কোয়ারে আছে, একটু আগে মোবাইলটা সিটি বাসে কুড়িয়ে পেয়েছে, আমি যেন তার কাছ থেকে ঝিগাতলায় এসে নিয়ে যাই। ঐ দিনই আমার দেশের বাড়ীতে যাওয়াটা ছিল জরুরী।

অন্যদিকে বাসের টিকিটও কাটা হয়ে গেছে। তাই ছোট ভাইকে ঐ ব্যাক্তির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। ইতিমধ্যে বাসের দু’একজন যাত্রী নিষেধ করল ছোট ভাইকে এভাবে পাঠাতে। তাই ছোট ভাইকে বললাম সাবধানে যেতে। এর ঘন্টা খানেক পর ছোট ভাইকে ফোন করলাম চলমান বাসে এক সহযাত্রীর কাছ থেকে সমস্যার কথা বলে মোবাইল ধার নিয়ে, অত্যন্ত আনন্দের সাথে জানলাম যে ব্যক্তিটি আমার মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়েছিল তিনি তা ফেরত দিয়েছেন।

এবং ব্যক্তিটির সাথে মোবাইলে কথা বলে ধন্যবাদ জানালাম। উল্লেখ তিনি ছিলেন বয়সে তরুণ এবং ছাত্র। আমার মোবাইলটি খুব বেশী মূল্যবান ছিল না, কিন্তু মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ছিল। সে জন্য মোবাইলটি ফেরত পাওয়াটা ছিল জরুরী। পরে ছোট ভাইয়ের কাছ থেকে জেনেছি মোবাইলটি ফেরত দেওয়ার জন্য ঐ ব্যক্তিটি প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছিলেন।

পুরো ঘটনাটি ছিল আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এদেশে কোন কিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া তো দুরের কথা। উপরন্তু জোর করে হাই জ্যাকের মাধ্যমে মানুষের কাছ থেকে একশ্রেণীর অপরাধী সবকিছু কেড়ে নিয়ে যায়। সেই জায়গায় একজন তরুণ ছাত্র কষ্ট সহ্য করে অপেক্ষায়মান থেকে আমার মোবাইল সেটটি ফেরত দিলেন। আমার বলতে ইচ্ছা করছে, ইস্‌ এদেশের সব তরুণই যদি এরকম হতো।

আসলে কিছু ভালো মানুষ এদেশে আছে বলেই এদেশের আকাশে সূর্য্য উঠে, ভোর হয়, গাছে গাছে পাখী ডাকে, ফুল ফোটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.