আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশ ঘৃণার বিষ ঢালো

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। স্বদেশ মনে আছে, এগারো শ সাতাশটা খুন হয়েছিল প্রায় একমাস আগে? ইটভাটার ঝকঝকে নতুন ইটগুলো অঝোরে কেঁদেছিল সেদিন এমনকরে মানুষ্ পিষে মারা যে ইটেদের ধর্মে নেই। স্বদেশ ভাগ্যিস তোমার কন্ঠ নেই দিনভর তোমার করুণ কান্না কে শুনত! তুমি নীরবেই কাঁদো। তোমার ঘৃণাবোধ নেই ভাগ্যি আমাদের এত ঘৃণার বিষে কে বাচত! হাজার নৃশংস খুনের খুনী আরামে ধোঁয়া ছাড়ে এতগুলো খুনের বদলা নিতে অপারগ আইন। স্বদেশ ঘৃণার বিষ ঢালো বিষাক্ত নীল হয়ে যাক আইন আর আদালত রাষ্ট্রযন্ত্র আর সংবিধান। স্বদেশ মাথা তোল, ঘোমটাও লজ্জা মুছতে পারবে না আমাদের নপুংশতার। নাগরিক আবেদন ২১/০৫/১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।