আফসার নিজাম কখনো স্বদেশ সূর্য উদয় হয় কখনো স্বদেশ সূর্য ডুবে যায় কখনো স্বদেশ দিন বদলে আঁধার নেমে আসে কখনো স্বদেশ রাত শেষ হয় বিহঙ্গ ভোর হাসে কখনো স্বদেশ বিদ্রোহ করে রাঙা হয় রাজপথ কখনো স্বদেশ স্বাধীন স্বাধীন ফুল গালিচা পথ কখনো স্বদেশ খুন গুম হয় আজাজিল দেয় চুম কখনো স্বদেশ জ্যান্ত মরা জেগে জেগে যায় ঘুম কখনো স্বদেশ সূর্য উদয় হয় কখনো স্বদেশ সূর্য ডুবে যায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।