যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে আমি প্রতিদানে তোমার কাছে কিছু চাই না স্বদেশ ।
ক্রমাগত লুন্ঠনে তুমি ভূলন্ঠিত বার বার,
কখনো লুট হয়েছো আর্যের ছায়ায়,
কখনো মোঙ্গলদের খড়গ জাগানিয়া
তীরন্দাজ়ের আঘাতে,
কখনো মোঘলদের ভোগ বিলাসিতায়,
তুমি লুন্ঠিত বারংবার
আদি অনাদিকাল ধরে,আজো লুন্ঠিত।
আজো হাহাকার,ক্রমাগত চুপসে যাওয়া জাতিস্মরদের
চুপচাপ দর্শক হয়ে থাকায়,
তারা ধর্ষক এই ভূমির,
তারপর এলো বর্গীরা,
সামন্তবাদীর তীক্ষ্ণতা নিয়ে,
এলো সাম্প্রদায়িকতার নিছক সাপের ছোবলে।
আমি তাই প্রতিদান চাই না,
তোমার কাছে প্রচন্ড কৃতজ্ঞ,জন্মভূমি আমার।
আরো এলো দাসত্ব,
কেউ স্বীকার করুক আর নাই করুক
আমাদের মাঝে জন্মভূমিটাকে বিষময় করে তুললো
এই বিংশ-একবিংশ শতকে কর্পো কালচারের মায়া জাল ফেলে।
তুমি লুন্ঠিত বারংবার,
আমরা ক্রীতদাস
সেই আদি অনাদিকালের চক্রাযানে চড়ে।
আজো আমরা ক্ষিপ্ত,বিক্ষুদ্ধ,
মিছিলে দাবী আদায়ে এক হই,
যেমনটা ১৭৫৭,১৮৫৭,১৯০৫,১৯২৮,১৯৪৭ তে ছিলাম
যেমনটা ১৯৫২,১৯৬৯,১৯৭১
তারপর আবারো জনস্রোত দাবী আদায়ে ১৯৯০।
কী যে সম্পদ লুটের চক্রাযানে চড়ে
আজো পার করছি দিনাতিপাত।
আমি সত্যিই তোমার কাছে প্রতিদান চাই না,
আমি চাই রাত পেরোবার আগে
তোমার সবুজ ভূমিতে কৃষকের হাসি,
আমার স্বপ্নে মায়ের ইচ্ছা,
দাবানল জ্বলুক হায়েনার বুকে।
আমি সত্যিই মৃত্যুর আগে
তোমার লুন্ঠনের ইতি চাই।
তাই রাত পেরোবার আগে
আমার ইচ্ছে গুলোয়
তোমাকে সালাম জানাই
ছোট্ট এই ব-দ্বীপ আমার । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।